বিধায়ক মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেমিস্টার ফি মকুব করার দাবী

বিধায়ক মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেমিস্টার ফি মকুব করার দাবী

করোনা সংক্রমনের জেরে দেশ জুড়ে লকডাউনের কারনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চলতি শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের সেমিস্টারের ফি মকুব করার দাবী করেছেন।

নিজস্ব সংবাদদাতাঃ- রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় স্নাতক, স্নাতকোত্তর এবং এমফিল পড়ুয়াদের 27-5-2020 থেকে 14-6-2020 মধ্যে সেমিস্টার ফি দেওয়া নোটিশ দিয়েছেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি, রায়গঞ্জের বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় সেমিস্টার ফি মকুব করার দাবী করেছেন সারা দেশে লকডাউনের কারনে।
তিনি বলেন, সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস মহামারী ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই মাস ধরে সারাদেশে লকডাউন চলছে প্রায় সমস্ত মানুষ কর্মহীন এবং শিল্প-কলকারখানা গাড়ি ঘোড়া সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, তার পাশাপাশি যুক্ত হয়েছে ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক প্রতিবন্ধকতা।

সেই পরিস্থিতির আবহে দেশবাসী আজ ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যায় ভুগছে, এমন একটি সময় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক, স্নাতকোত্তর এবং এমফিল পড়ুয়াদের 27-5-2020 থেকে 14-6-2020 মধ্যে সেমিস্টার ফি দেওয়া নোটিশ দিয়েছেন। গত সেমিস্টার এর পরীক্ষার পর কোনো ক্লাস হয়নি।বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীও ব্যবহার করা হয়নি অর্থাৎ তিনি যে সেমিস্টারের ফি দেওয়ার নোটিশ দিয়েছেন, সেই সেমিস্টারের একটিও ক্লাস হয়নি এবং এই বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে আসেন তাদের অধিকাংশ পরিবারগুলোর আর্থিক অবস্থা তেমন সচ্ছল নয়। পরিবারগুলো যখন কি খাবে, কিভাবে দিনগুলো যাবে সেটা নিয়ে চিন্তি্‌ত সেই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত তাদেরকে তালমাতাল করে তুলেছে এবং এমনিতেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি সবচেয়ে বেশি নেওয়া হয় এবং শেল্ফ ফিনান্সের সেমিস্টারের ফি প্রায় 10 হাজার টাকা।
 বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় আরও বলেন, এমতাবস্থায় এই কঠিন পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা কোথায় টাকা পাবে? আমার তো মনে হচ্ছে তারা বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হবে।তাই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমি আবেদন রাখছি যাতে তাদের এই সেমিস্টারের ফি মকুব করা হয়। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারন সম্পাদক শ্রী পবিত্র চন্দ বলেন, আমরা উনার পাশে আছি এবং আশা করি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আবেদনে সাড়া দিবেন, অন্যথায় আমাদের বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।
MLA Mohit Sengupta Demanded to waive Semester Fees due to  CoronaVirus to Raiganj University Authorities

0 Response to "বিধায়ক মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেমিস্টার ফি মকুব করার দাবী"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article