রায়গঞ্জের বিধায়ক পুর এলাকায় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করবেন - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Tuesday, April 28, 2020

রায়গঞ্জের বিধায়ক পুর এলাকায় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করবেন

রায়গঞ্জের বিধায়ক পৌরসভা এলাকার অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবেন ২৮শে ও ২৯শে এপ্রিল ২০২০।
বিধায়ক মোহিত সেনগুপ্ত পৌরসভা এলাকার অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবেন।

নিজস্ব সংবাদদাতাঃ- রায়গঞ্জঃ- করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউনের ফলে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত এবং কর্মহীনতায় শ্রমিক, মজুর ও দুস্থ মানুষগণ উদ্বিগ্ন। সেই উদ্বিগ্ন পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি ও রায়গঞ্জ বিধানসভার জাতীয় কংগ্রেসের বিধায়ক (MLA) মোহিত সেনগুপ্ত মহাশয় আগামী দুই দিন (২৮শে ও ২৯শে এপ্রিল, ২০২০) রায়গঞ্জ পৌরসভা এলাকার অসহায় দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিবেন।
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সোশ্যাল মিডিয়া কো চেয়ারম্যান শ্রী মনোতোষ সরকার কর্তৃক জানা যায়, এই প্রচারবিমুখ ও অকৃতদার মাননীয় বিধায়ক মোহিত সেনগুপ্ত মহাশয়ের নিজস্ব উদ্যোগে সরকারি নিয়ম মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে আগামী ২৮শে এপ্রিল ২০২০ রোজ মঙ্গলবার, সময় সকাল ৯ ঘটিকায় মহাত্মা গান্ধীভবন, মোহনবাটী, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে এলাকার অসহায় দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিবেন এবং আগামী ২৯শে এপ্রিল ২০২০ রোজ বুধবার, সময় সকাল ১১ ঘটিকায় বিদ্রোহীমোড় এর নিকট বিদ্রোহী দুর্গা মন্দির থেকে এলাকার অসহায় দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিবেন।
আমাদের সংবাদ প্রতিনিধি মাননীয় বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্তের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি এলাকার বিধায়ক। আমাকে এলাকার জনগণ নির্বাচিত করেছেন ভোট দিয়ে, যেন বিপদে আপদে আমি তাদের পাশে থাকতে পারি। তাই এই মুহূর্তে আমার এটাই মনে হয়েছে যে আমার এখন পাশে থাকা দরকার। তারা আমার কাছে বিধায়ক হিসাবে এটা আশা করতেই পারেন। আমি দলমত নির্বিশেষে আমার সাধ্যমত নিজস্ব উদ্যোগে এবং সরকারি লকডাউন এর নিয়ম মেনে জনগণের পাশে থাকার এক ক্ষুদ্র প্রয়াস। এটা আমার কর্তব্য বলে মনে করি এবং আমার বিবেক ও বুদ্ধিতে আমার এটাই মনে হয়েছে যে, এই বিপদের সময়ে আমাকে এলাকার মানুষের পাশে থাকতে হবে। তাদের দেখভালের দায়িত্ব নিতে হবে এবং সেই সূত্রে আমি কয়েকদিন ধরেই এলাকার বিভিন্ন পঞ্চায়েতে অসহায় দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি এবং প্রতিনিয়ত দুর্গত মানুষের পাশে বা কখনো অসুস্থ মানুষের দেখাশোনা করার দায়িত্ব নিয়ে সমাধান করার চেষ্টা করি এবং এটা আমাকে ভালো লাগে। আমি প্রচারে বিশ্বাসী নই।
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারন সম্পাদক শ্রী পবিত্র চন্দ বলেন, তিনি সর্বদাই সর্বস্তরের মানুষের সঙ্গে রয়েছেন এটা জেলার মানুষই বলেন। তিনি কোথায় নেই কখনো হাসপাতালে, অসুস্থ মানুষের পাশে, কখনোবা সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে, আবার কখনও তিনি রাতের বেলায় স্টেশনে ভবঘুরেদের পাশে অতি ঠান্ডায় কম্বল দান করছেন, আবার কখনোওবা তিনি চলে যান মন্দিরে ও মসজিদে। আমাদের জেলা কংগ্রেস সভাপতি ও রায়গঞ্জের রূপকার তথা বিধায়ক মোহিত সেনগুপ্ত সর্বদায় সবার পাশে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। আমরাও উনার এই মহতি উদ্যোগের সাথে আছি ও সঙ্গে থাকবে উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি শ্রী তুষার গুহ, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলী, এলাকার জাতীয় কংগ্রেসের আরও নেতা ও কর্মীবৃন্দ।
The MLA Mohit Sengupta of Raiganj will distribute food items among the helpless and destitute people of Raiganj Municipality area on 26th and 29th April 2020.

No comments:

Post a Comment