কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস তৃনমূলে যোগদান - তীব্র ক্ষোভে পশ্চিমবঙ্গের জনগণ

কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস তৃনমূলে যোগদান - তীব্র ক্ষোভে পশ্চিমবঙ্গের জনগণ

কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস তৃনমূলে যোগদান - তীব্র ক্ষোভে পশ্চিমবঙ্গের জনগণ

Adhir Ranjan Chowdhury-Dinajpurbarta-2023

কংগ্রেস কর্মীরা কেউ 'বিশ্বাসঘাতক',কেউ 'মীরজাফর' বলে ক্ষোভ প্রকাশ করেন

কলকাতা : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির এক কংগ্রেস বিধায়ক (MLA) বাইরন বিশ্বাস কয়েকমাস হল সাগরদীঘিতে উপনির্বাচনে জিতে কংগ্রেস ছেড়ে তৃনমূল দলে যোগদান করলেন। সাগরদীঘির মানুষের সাথে ভীষণ অন্যায় করলেন। কারন তারা তাকে কংগ্রেস প্রার্থী হিসাবে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। তিনি সেই বিশ্বাসের পূর্ণ অমর্যাদা করলেন।

সকলের প্রশ্ন, আগামীদিনে এই বিপুল দুর্নীতিপরায়ন দলটি কি আদোও থাকবে?

বাইরন বিশ্বাস তৃনমূল দলে যোগদান করা নিয়ে পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, "এক মাঘে শীত যায় না, ঐ দল ভেঙে চৌচির হয়ে যাবে"

বাইরন বিশ্বাস তৃনমূল দলে যোগদানে জাতীয় কংগ্রেস দলের কোন ক্ষতি হবে না। কংগ্রেসে প্রতিদিনই যোগদান করছে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে। রাজ্যে কংগ্রেস এগিয়ে চলেছে তার নিজ গতিতে। সাগরদীঘির জনগণ বুঝিয়ে দিয়েছে। সাগরদীঘি মডেলে দল এগিয়ে যাবে।

চোখ রাখুন - কালীঘাটের কাকু 'সুজয় কৃষ্ণ ভদ্র' ১২ ঘণ্টা ইডি জেরার পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার

এলাকার মানুষ বাইরন বিশ্বাসের এই বিশ্বাসঘাতকতাকে তীব্র ধিক্কার জানিয়েছে। সারা রাজ্যের আপামর জনগণ সহ কংগ্রেস কর্মীরা কেউ 'বিশ্বাসঘাতক',কেউ 'মীরজাফর' বলে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও টিভি চ্যানেলে ক্ষোভ উগড়ে দেন।

Congress MLA Bayron Biswas Joins Trinamool - Strong Anger in West Bengal People.

0 Response to "কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস তৃনমূলে যোগদান - তীব্র ক্ষোভে পশ্চিমবঙ্গের জনগণ"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article