বঙ্গ-ভঙ্গ নয় - উত্তরবঙ্গে মমতার ডাক - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Monday, October 25, 2021

বঙ্গ-ভঙ্গ নয় - উত্তরবঙ্গে মমতার ডাক

 


নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের তৃতীয়বার ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উত্তরবঙ্গ এলেন গতকাল রবিবারে।

প্রথম জনসভা থেকেই তিনি বার্তা দিলেন উত্তরবঙ্গবাসিকে, বঙ্গ ভাগাভাগি নয়। সোনার বাংলা, আমার সবার বাংলা, আপনাদের বাংলা, এই বাংলাকে কোনমতেই আর ভাগ নয়। তিনি গতকাল রবিবার বলেন, বাংলায় ডিভাইড এন্ড রুল নয়, যারা একথা বলেন তারা বাংলা কে ভালোবাসেন না। প্রসঙ্গত উত্তরবঙ্গের চার জেলা যথাক্রমে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গত বিধানসভা ভোটে বিজেপি ভালো ফল করেছে এবং দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় তৃণমূল একটিও আসন পায় নি। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রসঙ্গ টেনে জণ বার্লা  একসময় প্রায় সে কথা বলেছেন বলে এখানকার জনগণ জানান। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর তিনি আর এ কথা এড়িয়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়েই বাংলাকে রক্ষা করব। সবাই সবার সমস্যা দূর করার লক্ষে কাজ করে যাব।

রাজ্য ভাগের কথা যারা বলেন তাদের কখনোই বাংলার মানুষ মেনে নেবে না। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চার জেলায় সহ মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের জনপ্রতিনিধিরাও। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য বিপ্লব মিত্র গোলাম রব্বানী এবং সাবিনা ইয়াসমিনও। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য বলেন পাহাড়ে তো তারাই বোর্ড টি তৈরি করে বিভেদ তৈরি করেছেন কিন্তু আমরা বিভেদ ভুলে মানুষের সাথে আছি এবং মানুষের কথা বলি।

100 কোটি টিকাকরণের কেন্দ্রীয় সরকারের যে বার্তা, সেই বার্তা প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন দেশে জনসংখ্যা শিশুদের নিয়ে প্রায় দেড়শ কোটি হবে। ডবল ডোজ পেয়েছেন সারা দেশে 29 কোটি 51 লাখের মতো। অথচ 100 কোটি টিকাকরণের ঢাক পেটানো হচ্ছে। তাছাড়া কেন্দ্রের তরফে রাজ্যও পর্যাপ্ত টিকা পাইনি সেই অভিযোগও তিনি করেন। তিনি বলেন, রাজ্যের প্রয়োজন 14 কোটি টাকা আর দেওয়া হচ্ছে সাত কোটি টাকা তাতে মাত্র 40 শতাংশ দ্বিতীয় ডোজ রাজ্যে হয়েছে, সবার দুটো ডোজ না হলে 100% বলা যায় না।

No comments:

Post a Comment