আইআরসিটিসি অনলাইনে টিকিট বুকিংএ রদবদল - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Thursday, May 12, 2022

আইআরসিটিসি অনলাইনে টিকিট বুকিংএ রদবদল

আইআরসিটিসি অনলাইনে টিকিট বুকিংএ রদবদল

আইআরসিটিসি অনলাইনে টিকিট বুকিংএ রদবদল করেছেন।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়মের পরিবর্তন।

Indian railway catering and tourism corporation (IRCTC) ট্রেন যাত্রীদের অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বড়সর নিয়ম পরিবর্তন করেছে।

যারা আইআরসিটিসি এর মাধ্যমে দীর্ঘদিন টিকিট বুক করেননি বা কাটেননি তাদের অনলাইনে টিকিটের বুকিং এর ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে। দেখে নিন এই ওয়েব পেজ থেকে কি কি নিয়মের পরিবর্তন করেছে।

প্রথমত: - যারা প্রথম আইআরসিটিসি মাধ্যমে অনলাইনে টিকিট কাটবেন তাদের প্রথমেই নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি আইআরসিটিসি তে লগইন এর সময় ভেরিফাই করতে হবে।

দ্বিতীয়তঃ- যে সমস্ত যাত্রীরা দীর্ঘদিন অথবা কোভিড মহামারীর সময় থেকে দীর্ঘদিন টিকিট কাটেন নেই তাদেরকে আবার অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে ইমেইল আইডি ও মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে তা না হলে তারা আর টিকিট কাটতে পারবেন না।

দীর্ঘদিন আইআরসিটিসি থেকে টিকিট না কাটার জন্য অনেকেরই একাউন্ট বন্ধ হয়ে গিয়েছে সেই সমস্ত অ্যাকাউন্ট কে চালু করতে হলে ঠিক একই নিয়মে অর্থাৎ তাদের মোবাইল নাম্বার ও ইমেইল আইডি পুনরায় ভেরিফাই করতে হবে।

কাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে?

যারা অতি মাড়ির মধ্যেও অনলাইনে IRCTC থেকে টিকিট কেটেছেন এবং অ্যাকাউন্ট আপডেট করেছেন বা এখনও টিকিট কেটে চলেছেন তাদের ক্ষেত্রে আর পুনরায় ইমেইল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে না।

কোভিড মহামারীর সময় থেকে দীর্ঘদিন অনেক ট্রেন বন্ধ ছিল। বর্তমানে স্বাভাবিক হওয়ায় সে সমস্ত ট্রেন গুলো আবার পুনরায় চালু করার জন্য আইআরসিটিসি এই পরিবর্তন করেছে টিকিট কাটার ক্ষেত্রে যাত্রীদের।

IRCTC has Rescheduled Online Ticket Booking

No comments:

Post a Comment