প্রিয়রঞ্জন দাশমুন্সিজী অযত্নে, অবহেলায় কালিয়াগঞ্জ শহরে

প্রিয়রঞ্জন দাশমুন্সিজী অযত্নে, অবহেলায় কালিয়াগঞ্জ শহরে

Priyaranjan Dasmunsi Carelessly, Negligently in Kaliyaganj

Priyaranjan Dasmunsi Carelessly, Negligently in Kaliaganj

প্রিয়রঞ্জন দাশমুন্সিজী অযত্নে, অবহেলায় কালিয়াগঞ্জ শহরে

নিজস্ব সংবাদদাতা - কালিয়াগঞ্জ: ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ প্রয়াত শ্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণাবয়ব মূর্তি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার অন্তর্গত শ্রীকলোনিতে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে বলে অভিযোগ করলেন কালিয়াগঞ্জ কংগ্রেস নেতৃত্ব।

এদিন কালিয়াগঞ্জ শহরের শ্রীকলোনির ভবানীমন্দির এলাকায় প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনে তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসেন কালিয়াগঞ্জ কংগ্রেসের নেতা ও কর্মীরা। কিন্তু সেখানে মূর্তির চারিপাশে নোংরা আবর্জনায় জর্জরিত। তা দেখে কংগ্রেসের নেতা ও কর্মীরা খুব উগড়ে দেন। সেখানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের সভাপতি শ্রী তুলসী জয়সওয়াল, ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত সহ বিভিন্ন নেতা ও কর্মীরা।

কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শ্রী সুজিত দত্ত মহাশয় খোভ উগড়ে দেন এবং বলেন পুরসভার তরফে বসানো প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণাবয়ব মূর্তি দেখভালের দায়িত্ব পুরোপুরি পৌরসভার, তথাপি পৌরসভার টালবাহানায় সেই পুর্নাবয়ব মূর্তিতে শ্যাওলা ও ধুলোর স্তর জমে পড়েছে যা প্রয়াত ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি অশ্রদ্ধা করা। গত বছরের শ্রদ্ধা জানানো তাঁর প্রতিকৃতিতে ফুলের মালা এখনো শুকিয়ে তাঁর অবয়বেই পরে রয়েছে। তাছাড়া লাইট ও ফোয়ারা অকেজো হয়ে পরে আছে। অথচ পুরসভার তরফে তার পাশে লাগানো রয়েছে প্রচারমূলক ব্যানার।

তিনি আরোও বলেন, দলীয়ভাবে প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তির পরিষ্কারের ব্যাপারে পৌরসভায় জানানো হলেও তারা কর্ণপাত করেননি।

আজ কংগ্রেসের দলীয় নেতা কর্মীরাই প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণাবয়ব মূর্তির আশপাশের নোংরা পরিষ্কার করেন।

এদিন কালিয়াগঞ্জের উপ-পুরপ্রধান ঈশ্বর রজক বলেন— ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণাবয়ব মূর্তি সহ শহরের একাধিক জায়গায় বসানো সব মূর্তি পরিষ্কার রাখার ব্যবস্থা করা হবে।

কালিয়াগঞ্জের জাতীয় কংগ্রেসের নেতা কর্মীরা শ্রীকলোনিতে অবস্থিত প্রিয়রঞ্জনের বাড়িতেও তাঁর প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান।

Priyaranjan Dasmunsi Carelessly, Negligently in Kaliyaganj

0 Response to "প্রিয়রঞ্জন দাশমুন্সিজী অযত্নে, অবহেলায় কালিয়াগঞ্জ শহরে"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article