প্রদেশ কংগ্রেস ও বামফ্রন্টের যৌথ উদ্যোগে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রায়গঞ্জে বিক্ষোভ ও পথসভা - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Tuesday, June 30, 2020

প্রদেশ কংগ্রেস ও বামফ্রন্টের যৌথ উদ্যোগে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রায়গঞ্জে বিক্ষোভ ও পথসভা

কংগ্রেস ও রাজ্য বামফ্রন্টের যৌথ উদ্যোগে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রায়গঞ্জে বিক্ষোভ ও পথসভা

নিজস্ব সংবাদদাতাঃ- রায়গঞ্জঃ- আজ (২৯/০৬/২০২০, সোমবার) পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ও রাজ্য বামফ্রন্টের যৌথ উদ্যোগে "পেট্রোল - ডিজেলের মূল্যবৃদ্ধি" র বিরুদ্ধে পথসভা ও বিক্ষোভ কর্মসূচিকে সফল করতে রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহনবাটির ঘড়িমোড়ে উত্তর দিনাজপুর জেলার সর্বস্তরের সংগ্রামী কংগ্রেস ও বামকর্মীরা বিক্ষোভ দেখালেন। এই বিক্ষোভ কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআই এম-এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়াও এই কর্মসূচিকে সফল করতে কংগ্রেস ও বামেদের সর্বস্তরের রাজ্য ও জেলা নেতৃত্ব অংশগ্রহণ করেন। এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
করোনা ভাইরাসের জেরে লকডাউনে সারাদেশে কল কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে মানুষের রুজি রোজগারের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়, কিন্তু দেশের সরকার দিনের পর দিন রাতের অন্ধকারে ডিজেল ও পেট্রোলের মূল্য ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছেন, ফলে দেশের প্রতিটি রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের জেলাতেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য হু হু করে বাড়তে আরম্ভ করেছে।
কেন্দ্রীয় সরকারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের রাজ্য সরকার একেবারেই চুপচাপ, কারণ সারোদা নারোদা কেলেঙ্কারির জুজু তাদের মধ্যে রয়েছে। তাই রাজ্য সরকার মুক-বধির।আজকের বিক্ষোভ কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় তাঁর বক্তব্যে বলেন, বিজেপি স্বৈরাচারী একনায়কতন্ত্র মনোভাব নিয়ে দেশবাসীকে আজ বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছেন।দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে তাদের কোন সঠিক দিশা নেই। তাই আমাদের এই যৌথ আন্দোলন উত্তর দিনাজপুর জেলার আটানব্বইটা গ্রাম পঞ্চায়েতের আনাচে-কানাচে পৌঁছে দিতে হবে।
আজকের বিক্ষোভ কর্মসূচিতে জোড়ালো বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারন সম্পাদক শ্রী পবিত্র চন্দ, উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার গুহ, জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল, সিপিআই নেতা, প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি, ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক শ্রী গোকুল রায়, আরএসপি জেলা সম্পাদক ভাসান রায় প্রমূখ।


উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি জনাব লিয়াকত আলী ও রায়গঞ্জ বিধানসভার যুব কংগ্রেস সভাপতি সৌভিক রায় (রিন্টু), জেলা কংগ্রেস কোষাধ্যক্ষ শ্যাম ভুত্রা, উত্তর দিনাজপুর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী নার্গিস খাতুন, মানসী দাস, জেলা আইএন টি ইউ সি নেতা তারাপদ দাস ও প্রণব বসাক, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য গোপী বাজাজ, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস শিক্ষক নেতা তিলকতীর্থ ভৌমিক, জেলা মিডিয়া ও আইটি সেলের স:চেয়ারম্যান মনোতোষ সরকার সহ জেলা ও ব্লক কংগ্রেসের কর্মী ও নেতানেত্রীবৃন্দ এবং  জেলা বামফ্রন্টের নেতানেত্রীবৃন্দ।
Congress and Left Front joint Street rallies in Raiganj against the increase in petrol and diesel prices

No comments:

Post a Comment