পশ্চিমবঙ্গের মাধ্যমিকের ফলপ্রকাশ আগামীকাল - উচ্চমাধ্যমিকের ১৭ই জুলাই - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Tuesday, July 14, 2020

পশ্চিমবঙ্গের মাধ্যমিকের ফলপ্রকাশ আগামীকাল - উচ্চমাধ্যমিকের ১৭ই জুলাই

আগামীকাল মাধ্যমিকের ফলপ্রকাশ - উচ্চমাধ্যমিকের ১৭ই জুলাই ফলপ্রকাশ

নিজস্ব সংবাদদাতা : আগামীকাল বুধবার 15ই জুলাই 2020 সকাল সাড়ে দশটা থেকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের, মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জী আজ মঙ্গলবার। ছাত্র-ছাত্রীরা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ এর ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবেন এছাড়াও এসএমএসের মাধ্যমেও সকল ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট জানতে পারবেন এবং রেজাল্ট জানতে লিখুন WB10 এরপর স্পেস দিয়ে নিজের রোল নাম্বার লিখে পাঠাতে হবে 5676750 নাম্বারে। এবছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মার্কসিট পাওয়া যাবে না। পরীক্ষার্থীদের শুধু প্রাপ্ত নম্বর অফিশিয়াল ওয়েবসাইট থেকে বা 'এসএমএস' -এর মাধ্যমে জানতে পারবেন।উচ্চমাধ্যমিকের ১৭ই জুলাই ফলপ্রকাশ।
আগামী 22 ও 23 জুলাই পরীক্ষার্থীদের মার্কশিট অভিভাবকদের হাতে দেওয়া হবে বলে জানা গেছে পর্ষদ সূত্রে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পর্ষদ সূত্রে ঘোষণা করা হয়েছে আগামী 17 জুলাই, 2020 তারিখে দেওয়া হবে।
এই বছর পশ্চিমবঙ্গের সর্বমোট পরীক্ষার্থী ছিল 1015888 এবং তাদের মধ্যে মহিলা পরীক্ষার্থী ছিল 5,76,009 জন।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা গত 18ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং শেষ হয় 27 ফেব্রুয়ারি। বিগত 2019 সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছিল 21মে মাসে এবং উত্তীর্ণ হয়েছিলেন 86.7 শতাংশ।
বিগত বছরে মাধ্যমিক পরীক্ষায় সৌগত দাস মোহাম্মদপুর দেশপ্রান বিদ্যাপীঠ থেকে প্রথম রেঙ্ক করেছিলেন। সৌগত দাস 700 মধ্যে 694 মার্ক পেয়েছিলেন।


কিভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনলাইনে জানবেন?
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট পেজ খুলুন wbresults.nic.in or wbbse.org
এবার অফিশিয়াল ওয়েবসাইটের হোম পেজে গিয়ে ক্লিক করুন মাধ্যমিক রেজাল্ট 2020
এই পেজের মধ্যে আপনার Roll Number এবং Date of Birth দিন তারপরে লগইন করুন।
তারপরে SUBMIT বাঁটনে ক্লিক করুন।
West Bengal Madhyamik Exam 2020 Result Announced Today by CM

No comments:

Post a Comment