রাধিকাপুর থেকে কলকাতা দিনের বেলা ট্রেনের দাবীতে মোহিত সেনগুপ্ত পূর্ব রেলের সদর দপ্তরে - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Tuesday, January 21, 2020

রাধিকাপুর থেকে কলকাতা দিনের বেলা ট্রেনের দাবীতে মোহিত সেনগুপ্ত পূর্ব রেলের সদর দপ্তরে

নিজস্ব সংবাদদাতা: কলকাতা: 20.01.2020 - আজ সোমবার রায়গঞ্জের রূপকার, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি, রায়গঞ্জের বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় ও আরোও ৮ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে কলকাতার কয়লাঘাটে পূর্ব রেলের সদর দপ্তরে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী সুনিল শর্মার নিকট একটি দাবীপত্র পেশ করলেন।
দাবী হল:- দিনের বেলা কলকাতা থেকে রাধিকাপুর ও কলকাতা এবং কলকাতা ও রাধিকাপুর যাতায়াতের জন্য একজোড়া ট্রেন অবিলম্বে দিতে হবে।
মোহিত সেনগুপ্ত রাধিকাপুর থেকে কলকাতা দিনের বেলা ট্রেনের দাবীতে, পূর্ব রেলের সদর দপ্তরে দাবীপত্র পেশ করলেন
রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার একটি মাত্র ট্রেন দিয়ে এই জেলার মানুষদের যাতায়াত করে খুব কষ্ট করে। একমাস আগেই রিজার্ভেশন টিকিট সব শেষ হয়ে যায়। এই ট্রেন দিয়ে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের মানুষ যাতায়াত করেন। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে জেলা হাসপাতাল গুলি থেকে যে সমস্ত রোগী বা মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রাজ্যের হাসপাতালে ট্রান্সফার করা হয়, কলকাতায় তখন একমাত্র যাওয়ার ট্রেন হল কলকাতা-রাধিকাপুর।
কিন্তু দুঃখের বিষয় সেই ট্রেনের কোন টিকিট পাওয়া যায় না। এই ভাবে প্রত্যন্ত এলাকার দুটি জেলার মানুষ এইভাবে দূর্ভোগে ভুগতে থাকেন। তাই অতি অবিলম্বে একটি দিনের বেলা রাধিকাপুর থেকে কলকাতা এবং কলকাতা থেকে রাধিকাপুর যাওয়ার জন্য ট্রেন দিতে হবে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মাননীয় শ্রী সুনীল শর্মা মহাশয় সাদরে দাবীপত্রটি গ্রহণ করেন এবং আশ্বাস দেন মাননীয় বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্তকে।
মাননীয় উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পবিত্র চন্দ মহাশয় সূত্রে জানা যায়, চলতি মাসের ২৪ তারিখের মধ্যে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার উক্ত বিষয়ে সদুত্তর জানাবেন বলে জানা গেছে।
আমাদের প্রতিনিধিকে রায়গঞ্জের এক বিশিষ্ট শিক্ষক অজয় রায় চৌধুরী বলছিলেন যে, জেলার লড়াকু নেতা মোহিত সেনগুপ্ত সর্বদা জনগণের সাথে এবং জনগণের পাশে। রায়গঞ্জের পৌরসভার তিনি যখন পৌরপতি ছিলেন তখন রায়গঞ্জের পৌরসভার সমস্ত রাস্তাঘাট ঝাচকচকে ছিল। কোথাও খারাপ রাস্তা চোখে পরেনি কিন্তু এখন অঢেল টাকা পৌরসভায় আসা সত্বেও এলাকার রাস্তাঘাট খারাপ হয়ে পরে থাকার জন্য প্রায় দুর্ঘটনা ঘটে। প্রিয়রঞ্জন দাসমুন্সীর পরে আর কেউ এই জেলার সার্বিক উন্নয়নে চোখে পরে না। তাঁর হাতেই রাধিকাপুর থেকে কলকাতা এই ট্রেন হয়।
রায়গঞ্জের মানুষ, তথা উত্তর দিনাজপুরের জেলাবাসীর বহুদিনের আবেদন রাধিকাপুর থেকে কলকাতা দিনের বেলায় একটি ট্রেন দিতে হবে। কিন্তু বহু রাজনৈতিক টালবাহানা এবং বিগত লোকসভা ভোটে বিজেপি এমপি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে তিনি একটি দিনের ট্রেনের ব্যবস্থা করবেন কিন্তু আজ পর্যন্ত তার কোন খবর নেই। তাই জেলার মানুষ বুঝে গেছেন এরা সব ভাঁওতাবাজির দল, এরা সব ভোটপাখি, ভোটের সময় এরা নানান রকম কথা বলেন, তারপরে সব পালিয়ে যায়।
প্রকাশ থাকে যে, ইতিপূর্বে মাননীয় রায়গঞ্জের বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় বারেবারে দরবার করেছেন রেলের বিভিন্ন দপ্তরে ও রাজ্যের বিধানসভায় এই নিয়েও কথা বলেছেন। দরবার করেছেন বিভিন্ন রেল কর্তৃপক্ষের কাছে কখনো পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আবার কখনো নর্থ ফ্রন্টিয়ের রেলের জেনারেল ম্যানেজারের কাছে।
আজকের দাবীপত্র পেশ করলেন যথাক্রমে পশিম দিনাজপুর চেম্বার অব কমার্সের জেনারেল সেক্রেটারী শ্রী শংকর কুন্ডু, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলী, উত্তর দিনাজপুর জেলা বার কাউন্সিল সেক্রেটারী শ্রী নারায়ণ চন্দ্র ঘোষ, পশিম দিনাজপুর চেম্বার কমার্সের সেক্রেটারী শ্রী জয়ন্ত সোম এবং প্রাক্তন রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী রনোজ দাস মহাশয়।
MLA Mohit Sengupta Demanding Day TimeTrain Between Radhikapur to Kolkata and Submitted Demand Letter to Eastern Railway GM Sunil Sharma.

No comments:

Post a Comment