কংগ্রেস-বামের যৌথ উদ্যোগে গান্ধী হত্যার প্রতিবাদে ধিক্কার মিছিল রায়গঞ্জে - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Thursday, January 30, 2020

কংগ্রেস-বামের যৌথ উদ্যোগে গান্ধী হত্যার প্রতিবাদে ধিক্কার মিছিল রায়গঞ্জে

 উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কংগ্রেস-বামের যৌথ উদ্যোগে গান্ধী হত্যার প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল।

নিজস্ব সংবাদদাতা রায়গঞ্জ: ৩০শে জানুয়ারী ২০২০: আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জাতীয় কংগ্রেস-বামের যৌথ উদ্যোগে জাতির জনক মহত্মা গান্ধীর হত্যাকারীদের উত্তরসূরি RSS, BJP-র মানুষে মানুষে বিচ্ছেদের ও ধর্মীও বিভাজনের প্রতিবাদে দুপুর ২ঃ৩০ নাগাদ এক বিশাল ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল। ধিক্কার মিছিল ও পথসভার উদ্দেশ্যে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে সকলে জমায়েত হন। আজকের ধিক্কার মিছিল ও পথসভা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের মাননীয় বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত হোসেন, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী নার্গিস খাতুন ও কংগ্রেসের আরোও নেতা ও নেতৃবৃন্দ, সিপিআই(এম) জেলা সম্পাদক শ্রী অপুর্ব পাল এবং সেইসঙ্গে জেলা বামফ্রন্টের নেতা ও নেতৃবৃন্দ এবং প্রচুর সমর্থক কর্মীরা আজ যৌথভাবে সমবেত হন।

তারপরে গান্ধী হত্যার প্রতিবাদে ধিক্কার মিছিল রায়গঞ্জের শিলিগুড়িমোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক দিয়ে যাত্রা শুরু করে মোহনবাটি হয়ে রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে এসে হাজির হয় এবং সেখানে গান্ধী মূর্তির পাদদেশে এসে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা বামফ্রন্টের ও অন্যান্য নেতৃবৃন্দ এবং মাল্যদান শেষে মহাত্মা গান্ধী আবক্ষমূর্তির পাদদেশে মহাত্মাগান্ধী হত্যাকারীদের উত্তরসূরি RSS, BJP-র ধর্মীও বিভাজনের প্রতিবাদে বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, জেলা বামফ্রন্টের নেতৃবৃন্দ সহ আরোও অনেকে বক্তব্য রাখেন।
আজ এই বিক্ষোভ মিছিলে জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যার প্রতিবাদে সকলেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেছেন।
Congress and Left-front Calls Protest against Gandhi's Assassination - Raiganj, Uttar Dinajpur.

No comments:

Post a Comment