আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবি ও সাহিত্যিকদের সম্মাননা জ্ঞাপন - বিধায়ক মোহিত সেনগুপ্ত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবি ও সাহিত্যিকদের সম্মাননা জ্ঞাপন - বিধায়ক মোহিত সেনগুপ্ত

বিশেষ সংবাদদাতা: রায়গঞ্জ - প্রতি বছরের ন্যায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রূপকার, সাহিত্যপ্রেমী ও বিধায়ক মাননীয় শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় আগামীকাল ২১ ফেব্রুয়ারী 2020 আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূন্যদিনে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রায়গঞ্জের রেল ষ্টেশন সংলগ্ন মহাত্মা গান্ধী ভবনে একটি ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করেছেন। জানা যায়, আগামিকাল উক্ত অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত কবি ও সাহিত্যিকদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করবেন।

কিন্তু কেন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে? তা জানতে চাইলে আমাদের একটু পিছনের দিকে ফিরে তাকাতে হবে।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা, বাংলা ভাষাকে রক্ষার জন্য বাংলাদেশের জনগণ রাজপথে আন্দোলন করে। সেইসময় পাকিস্তানি সরকারি বাহিনী তাদের বুলেটের গুলিতে আন্দোলনকারীদের অনেকের বুকের পাঁজর ঝাঁজরা করে দেয়। এবং নির্মমভাবে অমানুষিক, বর্বোরচিত অত্যাচারে আন্দোলনকারীদের অনেকের মৃত্যুবরণ করতে হয়। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার এবং আরো কত নাম না জানা যে সব শহীদের আত্মত্যাগে বাংলাভাষা, মায়ের ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন।
তাই সেই বিশেষ দিনটির কথা স্মরণ করে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক ও রূপকার শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় প্রতিবারের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটিকে পালন করার উদ্দ্যেশে এবং এলাকার কবি ও সাহিত্যিকদের সম্মাননা করার জন্য আমন্ত্রন ও প্রস্তুতি নিয়েছেন।
এলাকার কবি-সাহিত্যিকরা অনেকেই অভিভূত এবং আপ্লুত হয়ে বলেছেন, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং এই মাতৃভাষা দিবসের দিনে আমাদেরকে বিশেষ মর্যাদা ও সম্মাননা করবেন, তা ভাবাই যায় না।এইরকম একটি মহতী অনুষ্ঠান পালন করার ও আমাদেরকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রন করার জন্য মাননীয় বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয়কে সাধুবাদ জানাই।

0 Response to "আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবি ও সাহিত্যিকদের সম্মাননা জ্ঞাপন - বিধায়ক মোহিত সেনগুপ্ত"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article