NRC, CAA এবং NPR রোধে দেশজুড়ে সাধারণ ধর্মঘটে রায়গঞ্জের জনজীবন স্তব্ধ, শুনশান, বন্ধ - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Wednesday, January 8, 2020

NRC, CAA এবং NPR রোধে দেশজুড়ে সাধারণ ধর্মঘটে রায়গঞ্জের জনজীবন স্তব্ধ, শুনশান, বন্ধ

NRC, CAA এবং NPR রোধে দেশজুড়ে সাধারণ ধর্মঘটে রায়গঞ্জের জনজীবন স্তব্ধ, শুনশান এবং সব বন্ধ।

নিজস্ব সংবাদদাতা - রায়গঞ্জ : ৮ই জানুয়ারী: ভারতবর্ষের অর্থনৈতিক বিপর্যয়, দ্রব্যমূল্যের অত্যধিক মূল্যবৃদ্ধি এবং অভিসপ্ত NRC, CAA এবং NPR রোধে আজ ৮ই জানুয়ারী সাধারণ ধর্মঘটে সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলা শহর রায়গঞ্জ আজ একেবারেই শুনশান, বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনও রাস্তায় নেই, সব স্তব্ধ হয়ে গেছে, রায়গঞ্জ শহরের চারিদিকে দোকানপাট, কলকারখানা সব বন্ধ। ইসলামপুর, হেমতাবাদ, করনদীঘি ও কালিয়াগঞ্জেও বিপুল সাড়া ও ছাপ পড়েছে, বেশীরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে।
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের রূপকার ও বিধায়ক মোহিত সেনগুপ্ত মহাশয় বলেন, সাধারণ মানুষ আজকের এই বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন ও আন্তরিকভাবে মুগ্ধ। সিপিএম-এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপুর্ব পাল বলেন, সাধারণ ধর্মঘট সারা দেশে পালন হওয়ার সঙ্গে সঙ্গে জেলার মানুষ আজকের এই বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ও পালন করছেন জেলার চেহারাতেই তা পরিষ্কার।

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের রূপকার ও বিধায়ক মোহিত সেনগুপ্ত মহাশয় বলেন, যে বর্বরোচিত আক্রমণে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মাটিতে যেভাবে ছাত্র ছাত্রীদের রক্ত ঝরলো, আমরা তার তীব্র নিন্দা করি।
আমরা মনে করি, সারা দেশের গণজাগরণে বিজেপি ও সংঘ পরিবার আজ ভীত হয়ে উঠেছে, তাই এভাবে কাপুরুষোচিত আক্রমণের পথ তারা বেছে নিয়েছে। আমরা এও মনে করি যে, এভাবে দমন-পীড়নের মাধ্যমে দেশের ছাত্র-যুবদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না।

General Strike Across the Country to Prevent NRC, CAA and NPR- Raiganj Uttar Dinajpur All Shut.

No comments:

Post a Comment