আজকে NRC, CAA ও NPA রোধের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস ও সিপিএমের যৌথ মহামিছিলে জন-জোয়ার।
নিজস্ব সংবাদদাতা - রায়গঞ্জ : ৫ই জানুয়ারী, ২০২০ রবিবার বেলা ১টায় রায়গঞ্জের বিদ্রোহী মোড় থেকে সিলিগুড়ি মোড় পর্যন্ত কেন্দ্রীয় সরকারের জন ও সংবিধান বিরোধী CAA, NRC ও NPR-এর প্রতিবাদে এবং ৮ই জানুয়ারী সাধারণ ধর্মঘটের সমর্থনে বাম ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এক ধিক্কার মহামিছিলে জনজোয়ার লক্ষিত হয়। চারিদিকে মানুষে মানুষে ছয়লাপ। পথ-ঘাট সব বন্দ হয়ে যায়। সাধারন মানুষ উৎসাহে ও সমর্থনে বাড়ির বাইরে রাস্তায় চলে আসে।
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের রূপকার ও বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় বলেন, সাধারণ মানুষ আজকের এই জন ও সংবিধান বিরোধী CAA, NRC ও NPR-এর প্রতিবাদকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন ও আন্তরিকভাবে মুগ্ধ।
সিপি আই এম-এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক শ্রী অপুর্ব পাল মহাশয় বলেন, জন ও সংবিধান বিরোধী CAA, NRC ও NPR-এর প্রতিবাদ ও সভা সারা দেশে পালন হওয়ার সাথে সাথে জেলার আপামর জনগণ আজকের এই ধিক্কার মিছিলকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ও পালন করছেন জেলার চেহারাতেই তা পরিষ্কার।
আজকে অভিসপ্ত NRC, CAA ও NPA রোধের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস-সিপিএম এর যৌথ উদ্যোগে একটি মহামিছিলের আয়োজন করেছে। উক্ত মিছিলে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ও সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, জেলা সিপি আই এম সম্পাদক শ্রী অপুর্ব পাল, উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলী, রায়গঞ্জ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি সৌভিক রায় (রিন্টু), রায়গঞ্জ ব্লক কংগ্রেস সম্পাদক উত্তম কর, প্রদীপ দাস ও জেলা আইটি সেল চেয়ারম্যান মনোতোষ সরকার এবং এলাকার বাম-কংগ্রেস নেতা/নেত্রী ও কর্মীরা ও রায়গঞ্জের আপামর জনগণসহ সমগ্র উত্তর দিনাজপুরবাসী অংশগ্রহণ করেছেন।
Joint Torture by INC and CPIM, Uttar Dinajpur in protest against the NRC, CAA and the NPA spontaneously endorsed the tide and the condemnation procession.
নিজস্ব সংবাদদাতা - রায়গঞ্জ : ৫ই জানুয়ারী, ২০২০ রবিবার বেলা ১টায় রায়গঞ্জের বিদ্রোহী মোড় থেকে সিলিগুড়ি মোড় পর্যন্ত কেন্দ্রীয় সরকারের জন ও সংবিধান বিরোধী CAA, NRC ও NPR-এর প্রতিবাদে এবং ৮ই জানুয়ারী সাধারণ ধর্মঘটের সমর্থনে বাম ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এক ধিক্কার মহামিছিলে জনজোয়ার লক্ষিত হয়। চারিদিকে মানুষে মানুষে ছয়লাপ। পথ-ঘাট সব বন্দ হয়ে যায়। সাধারন মানুষ উৎসাহে ও সমর্থনে বাড়ির বাইরে রাস্তায় চলে আসে।
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের রূপকার ও বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় বলেন, সাধারণ মানুষ আজকের এই জন ও সংবিধান বিরোধী CAA, NRC ও NPR-এর প্রতিবাদকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন ও আন্তরিকভাবে মুগ্ধ।
সিপি আই এম-এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক শ্রী অপুর্ব পাল মহাশয় বলেন, জন ও সংবিধান বিরোধী CAA, NRC ও NPR-এর প্রতিবাদ ও সভা সারা দেশে পালন হওয়ার সাথে সাথে জেলার আপামর জনগণ আজকের এই ধিক্কার মিছিলকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ও পালন করছেন জেলার চেহারাতেই তা পরিষ্কার।
আজকে অভিসপ্ত NRC, CAA ও NPA রোধের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস-সিপিএম এর যৌথ উদ্যোগে একটি মহামিছিলের আয়োজন করেছে। উক্ত মিছিলে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ও সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, জেলা সিপি আই এম সম্পাদক শ্রী অপুর্ব পাল, উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলী, রায়গঞ্জ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি সৌভিক রায় (রিন্টু), রায়গঞ্জ ব্লক কংগ্রেস সম্পাদক উত্তম কর, প্রদীপ দাস ও জেলা আইটি সেল চেয়ারম্যান মনোতোষ সরকার এবং এলাকার বাম-কংগ্রেস নেতা/নেত্রী ও কর্মীরা ও রায়গঞ্জের আপামর জনগণসহ সমগ্র উত্তর দিনাজপুরবাসী অংশগ্রহণ করেছেন।
Joint Torture by INC and CPIM, Uttar Dinajpur in protest against the NRC, CAA and the NPA spontaneously endorsed the tide and the condemnation procession.
No comments:
Post a Comment