রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের জন্য ভবন তৈরির উদ্যোগ ও বস্ত্র দান - মোহিত সেনগুপ্ত।
নিজস্ব সংবাদদাতা - রায়গঞ্জ : গত ২৫শে ডিসেম্বর মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের রূপকার ও বিধায়ক মোহিত সেনগুপ্ত মহাশয় রায়গঞ্জের বিভিন্ন এলাকায় যথাক্রমে কসবা, দেবীনগর, বীরনগর, উকিলপাড়া, বন্দর, অশোকপল্লী, মোহনবাটি, উদয়পুর, সুদর্শনপুর, চন্ডীতলা, মিশন মোর, রায়গঞ্জ রেল স্টেশন সহ আরোও কয়েকটি এলাকায় ফুটপাতবাসী, ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বাসিন্দাদের মধ্যে কম্বল বিতরণ করলেন।
প্রতি বছরের ন্যায় এবারও তিনি বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাত ১২ টা থেকে রাত তিনটে পর্যন্ত রায়গঞ্জের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তিনি প্রায় ৮0 জন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষদের মধ্যে কম্বল, কেক ও পানীয় জল বিতরণ করেন।
আমাদের প্রতিনিধিকে তিনি বলেন আমি প্রতিবছরই এইভাবে নিজের উদ্যোগে সমস্ত অসহায় বাসিন্দা এলাকার ভবঘুরে লোকদের মধ্যে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করে থাকি এমতাবস্থায় এই আশ্রয়হীন ভবঘুরে বাসিন্দাদের কথা ভেবে তিনি ২০১৫ সালে রায়গঞ্জে একটি ভবন তৈরীর উদ্যোগ নেন এবং তা তৈরীর জন্য সরকারি অনুমোদনও পাওয়া যায়, কিন্তু পৌরসভার তরফ থেকে অনেক চেষ্টা করেও এলাকায় সরকারি জমি না মেলায় শেষ পর্যন্ত প্রস্তাবিত ভবন তৈরির কাজ থমকে যায়। ২০১৭ সালে রায়গঞ্জ পৌরসভা তৃণমূল দখল নেয় কিন্তু আজ পর্যন্ত ওই অনুমোদনের কোন প্রস্তাবিত ভবন তৈরি হয়নি বা কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। তাই তিনি আগামী বিধানসভা অধিবেশনে এই আশ্রয়হীন ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন দের নির্দিষ্ট ভাবে একটি থাকার জায়গার জন্য রায়গঞ্জে ভবন তৈরির দাবি তুলবেন এবং তিনি আশা করছেন রাজ্যের সমস্ত জেলায় ঐরকম ভবন তৈরিতে আগামী বাজেটে সরকারি বরাদ্দ মিলবে।
সেদিন রাত্রে আমেদের প্রতিনিধিকে এক সাক্ষাৎকার কি বলেন দেখুন নিচের ভিডিওটিতে।
তিনি আরোও বলেন, রায়গঞ্জে সরকারি উদ্যোগে রায়গঞ্জে ভবন তৈরির দাবিতে আগামী জানুয়ারি মাসে জাতীয় কংগ্রেসের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Mohit Sengupta Initiative to Build a Building and Distributed Blankets to Homeless Peoples and Psychic Imbalances in Raiganj
নিজস্ব সংবাদদাতা - রায়গঞ্জ : গত ২৫শে ডিসেম্বর মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের রূপকার ও বিধায়ক মোহিত সেনগুপ্ত মহাশয় রায়গঞ্জের বিভিন্ন এলাকায় যথাক্রমে কসবা, দেবীনগর, বীরনগর, উকিলপাড়া, বন্দর, অশোকপল্লী, মোহনবাটি, উদয়পুর, সুদর্শনপুর, চন্ডীতলা, মিশন মোর, রায়গঞ্জ রেল স্টেশন সহ আরোও কয়েকটি এলাকায় ফুটপাতবাসী, ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বাসিন্দাদের মধ্যে কম্বল বিতরণ করলেন।
প্রতি বছরের ন্যায় এবারও তিনি বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাত ১২ টা থেকে রাত তিনটে পর্যন্ত রায়গঞ্জের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তিনি প্রায় ৮0 জন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষদের মধ্যে কম্বল, কেক ও পানীয় জল বিতরণ করেন।
আমাদের প্রতিনিধিকে তিনি বলেন আমি প্রতিবছরই এইভাবে নিজের উদ্যোগে সমস্ত অসহায় বাসিন্দা এলাকার ভবঘুরে লোকদের মধ্যে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করে থাকি এমতাবস্থায় এই আশ্রয়হীন ভবঘুরে বাসিন্দাদের কথা ভেবে তিনি ২০১৫ সালে রায়গঞ্জে একটি ভবন তৈরীর উদ্যোগ নেন এবং তা তৈরীর জন্য সরকারি অনুমোদনও পাওয়া যায়, কিন্তু পৌরসভার তরফ থেকে অনেক চেষ্টা করেও এলাকায় সরকারি জমি না মেলায় শেষ পর্যন্ত প্রস্তাবিত ভবন তৈরির কাজ থমকে যায়। ২০১৭ সালে রায়গঞ্জ পৌরসভা তৃণমূল দখল নেয় কিন্তু আজ পর্যন্ত ওই অনুমোদনের কোন প্রস্তাবিত ভবন তৈরি হয়নি বা কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। তাই তিনি আগামী বিধানসভা অধিবেশনে এই আশ্রয়হীন ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন দের নির্দিষ্ট ভাবে একটি থাকার জায়গার জন্য রায়গঞ্জে ভবন তৈরির দাবি তুলবেন এবং তিনি আশা করছেন রাজ্যের সমস্ত জেলায় ঐরকম ভবন তৈরিতে আগামী বাজেটে সরকারি বরাদ্দ মিলবে।
সেদিন রাত্রে আমেদের প্রতিনিধিকে এক সাক্ষাৎকার কি বলেন দেখুন নিচের ভিডিওটিতে।
তিনি আরোও বলেন, রায়গঞ্জে সরকারি উদ্যোগে রায়গঞ্জে ভবন তৈরির দাবিতে আগামী জানুয়ারি মাসে জাতীয় কংগ্রেসের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Mohit Sengupta Initiative to Build a Building and Distributed Blankets to Homeless Peoples and Psychic Imbalances in Raiganj
No comments:
Post a Comment