CAB/ NRC/ NPR ভারতবর্ষে চালুর বিরুদ্ধে এবং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল - মোহিত সেনগুপ্ত - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Monday, December 23, 2019

CAB/ NRC/ NPR ভারতবর্ষে চালুর বিরুদ্ধে এবং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল - মোহিত সেনগুপ্ত

CAB/ NRC/ NPR ভারতবর্ষে চালুর বিরুদ্ধে এবং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল - মোহিত সেনগুপ্ত।

নিজস্ব সংবাদদাতা - রায়গঞ্জ : আজকে ২২শে ডিসেম্বর ২০১৯ রবিবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের ডাকে বিজেপি সরকারের সংবিধান বিরোধী CAB/ NRC/ NPR ভারতবর্ষে চালু করার বিরুদ্ধে এবং প্রত্যাহারের দাবিতে উত্তর দিনাজপুর জেলা জুড়ে রায়গঞ্জের বিদ্রোহী মোড়ের গান্ধী মূর্তি পাদদেশ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় এবং মোহনবাটি হয়ে শিলিগুড়ি মোড় পর্যন্ত এসে শেষ হয় এবং মিছিল শেষে জেলা জাতীয় কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত এন আর সি ও সি এর প্রতিবাদে ভীষণভাবে ধিক্কার জানান।
বর্তমান দেশের শাসন কারী দল বিজেপির বিরুদ্ধে, এরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ্‌ দেশটাকে বিচ্ছিন্নতাবাদীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা এবং বিভাজনের নীতি করে চলেছে, তাই এই নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে পথে আমরা এগিয়ে যাব। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এই দেশে কোন মতেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতে দেওয়া যাবে না। আমরা এখানে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে একাত্ম হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে চলেছি জাতীয় কংগ্রেস এই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নেতৃত্বে এগিয়ে চলেছে, আমরাও তাদের সাথে আছি এবং আমার ও আমাদের আন্দোলন চলতে থাকবে। ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামোকে দুর্বল করে দেওয়ার জন্য বিজেপিকে ভারতবর্ষ থেকে একেবারে মুছে ফেলতে হবে।
বিক্ষোভ মিছিলের শেষে প্রেসকে জানালেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী মোহিত সেনগুপ্ত -ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই ভারতবর্ষের মাটির উপর সবার সমান অধিকার আছে।

আমাদের লাগাতর আন্দোলনের দাবী সমূহের বিবরণী:-
         
১) সারা দেশের সাথে বাংলায় CAA ও NRC লাগু করার চক্রান্তের বিরুদ্ধে।
২) কাশ্মীরে জঙ্গীদের হাতে বাংলার ৫ যুবক নিকেশ এর কেন্দ্রের জবাব পেলাম না আজও ধিক্কার জানাতে।
৩) পরিকল্পনা না করে হঠাৎ নোটবন্দী এবং জি.এস.টি লাঘু করে দেশের অর্থনীতির ভীত উপরে দিয়েছে মোদীর বিজেপি সরকার।
৪) ব্যঙ্কিং ব্যবস্হা তাসের ঘরের মতো ভেঙে চৌচির করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে।
৫) সরকারী প্রতিষ্ঠান গুলি জলের দরে আদানী, আম্বানীদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে।
৬) স্বাধীনতার পরে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি মোদীর রেকর্ড সৃষ্টির বিরুদ্ধে।
৭) GDP দেশের সর্বকালের রেকর্ড ভেঙ্গে ৬% র নীচে।
৮) টাকার মূল্য বাংলাদেশ এবং নেপালের টাকার চেয়েও দাম কমে যাওয়া মোদী সরকারের ব্যর্থতার প্রতিবাদে।
9) কাশ্মীরে আজ ও আগুন জ্বলছে ভারত সরকার ব্যর্থ।
১০) পেট্রল, ডিজেল, রান্নার গ্যস সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য।

আসুন সম্মিলিতভাবে CAA ও NRC এর বিরুদ্ধে লড়াই করি।দলে দলে যোগদিন। মোহিত সেনগুপ্ত, বিধায়ক, রায়গঞ্জ বিধানসভা ও সভাপতি, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি।
CAB / NRC / NPR Protest Rally in Raiganj - Mohit Sengupta.

No comments:

Post a Comment