কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদের নেতৃত্বে একটি সমাবেশ এবং ১৯ অক্টোবর জিয়াগঞ্জ হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবি ও এনআরসির জন্য প্রতিবাদ সভা - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Thursday, October 17, 2019

কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদের নেতৃত্বে একটি সমাবেশ এবং ১৯ অক্টোবর জিয়াগঞ্জ হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবি ও এনআরসির জন্য প্রতিবাদ সভা


প্রেস রিপোর্টার জিয়াগঞ্জ:  জিয়াগঞ্জে মাননীয় শিক্ষক শ্রী বন্ধু প্রকাশ পাল এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী শ্রীমতি বিউটি মন্ডল পাল ও ছেলে অঙ্গন পাল-এর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনে নামল ভারতীয় জাতীয় কংগ্রেস। আজ বুধবার রামপুরহাটে জাতীয় কংগ্রেস বিধায়ক মাননীয় জনাব মিল্টন রশিদের নেতৃত্বে একটি মিছিল করা হয়, ঐ মিছিলে জাতীয় কংগ্রেসের কর্মীরা প্লাকার্ড হাতে 'খুন নয় শান্তি চাই' বলে মিছিল করেন। তারপরে রামপুরহাটের ঝাড়গ্রামে মোমবাতি নিয়ে এক মিনিট কাল নীরবতা পালন করা হয়।
মাননীয় বিধায়ক মিল্টন রশিদের অভিযোগ পরপর তিনটি খুন মাত্র ৫ মিনিটে করা কখনোই সম্ভব নয়, এর মধ্যে অন্য কোন ঘটনা জড়িত আছে যেটা পুলিশ আড়াল করার চেষ্টা করছে। আমরা এরকম একটি ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নেতৃত্বে থাকাকালীন এই বাংলাতে তিনি কথায় কথায় সিবিআই তদন্তের দাবি করতেন, কিন্তু আজ তিনি ক্ষমতায় আসার পরে এরকম একটি ন্যক্কারজনক, দুঃখজনক বিরলতম ঘটনা ঘটে গেছে রাজ্যে, অথচ তিনি কোন কথা বলছেন না। তাই উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ১৯শে অক্টোবর বিকাল ৪ ঘটিকায় সিবিআই তদন্তের দাবিতে ও এনআরসি-র প্রতিবাদ উপলক্ষে এক বিশাল জমায়েত করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস মাইনোরিটি দপ্তরের সভাপতি বিধায়ক জনাব মিল্টন রশিদ মহাশয়। উক্ত জমায়েতে দলে দলে সকলকে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
A Rally Led by Congress MLA Milton Rashid and a Large Gathering on 19th October Demanding a CBI Inquiry into the NRC Protests for Ziaganj Murders.

No comments:

Post a Comment