ধর্মীয় মেরুকরণ নয় গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে মিতা চক্রবর্তী

ধর্মীয় মেরুকরণ নয় গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে মিতা চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা কলকাতাঃ পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস আইটি সেল চিপ কো-অর্ডিনেটর ও বাংলার লড়াকু জাতীয় কংগ্রেস নেত্রী মাননীয়া শ্রীমতি মিতা চক্রবর্তী মহাশয়া বলেন, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামেদের সঙ্গে যৌথভাবে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস নেত্রী মিতা চক্রবর্তী বলেন, জাতীয় কংগ্রেস ভারতবর্ষে কোনদিন ধর্মীয় মেরুকরণ বা জাতপাত নিয়ে রাজনীতি করেনি এবং সেই কথা মাথায় রেখে জাতীয় কংগ্রেসের নীতি, মত ও পথকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস লড়াই করবে। পশ্চিমবঙ্গে দিনদিন অরাজকতা ও রাজনৈতিক অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। বিগত বিধানসভা নির্বাচনে আমরা সকলেই তা দেখেছি। তাই আগামী দিনে বাংলার পরিবেশকে শান্তিপূর্ণ ও জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষে কংগ্রেস কাজ করে যাবে।
তিনি আরোও বলেন, ধর্মীয় মেরুকরণ নয় বরং জনসাধারনের প্রয়োজনের দিকগুলিকে মাথায় রেখে  জাতীয় কংগ্রেস তথা প্রদেশ কংগ্রেসের সমস্ত নেতৃত্ব ও কর্মীগণ নিরন্তর কাজ করে চলেছে।

ধর্মীয় মেরুকরণ নয় গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে মিতা চক্রবর্তী।

0 Response to "ধর্মীয় মেরুকরণ নয় গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে মিতা চক্রবর্তী"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article