নিজস্ব সংবাদদাতা - রায়গঞ্জ: উওর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি ও জনদরদী, আপোষহীন সংগ্রামী জননেতা, রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি এবং রায়গঞ্জের বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কেলেঙ্কারি, ছাত্র ভর্তিতে কাটমানি, অবৈধভাবে নিয়োগ ও বিভিন্ন কাজের অবৈধ টেন্ডার, আর্থিক দুর্নীতি, স্বজন-পোষণ ও বিশ্ববিদ্যালয়ের আরও বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আজ ২৯.০৮.২০১৯ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে সরব হয়েছেন।
তিনি বিধানসভার স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের নিকট বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রতিবাদে স্বপক্ষে বিভিন্ন নথিপত্র আজ পেশ করেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আনীত অভিযোগের সমস্ত নথিপত্র খতিয়ে দেখেন।
ইতিপূর্বে চলতি বছরের গত জুলাই মাসের ৩ তারিখে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান বিধায়ক মোহিত সেনগুপ্ত মহাশয়।
মাননীয় বিধায়ক আরোও বলেন, দীর্ঘদিন হয়ে গেল কিন্তু এ পর্যন্ত জেলা দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষ থেকে কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি।
তাই আগামী দিনে আমরা দলের তরফ থেকে উপযুক্ত তথ্য প্রমান সহ বিশ্ববিদ্যালয় উপরমহল তথা ইউজিসির কাছে লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাননীয় বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, অন্যায়ের ও দুর্নীতির বিরুদ্ধে এবং জনগনের দাবী প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের জাতীয় কংগ্রেসের লড়াই জারি থাকবে যতদিন না এর কোন সুরাহা হচ্ছে। আমাদের আন্দোলন চলছে চলবে।
MLA Mohit Sengupta Addressed in Legislative Assembly Against Corruptions of Raiganj University
No comments:
Post a Comment