নিজস্ব প্রতিবেদন: রায়গঞ্জ : আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হল সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলা জুড়ে।
পশ্চিমবঙ্গ প্রদেশ ছাত্র পরিষদ প্রতিষ্ঠিত হয় প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রায়গঞ্জের সাংসদ শ্রী প্রিয়রঞ্জন দাশমুন্সীর হাত ধরে। সারা বাংলার সাথে সাথে রায়গঞ্জের গান্ধীভবনে, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কার্যালয়ে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজ সারম্বরে পালিত হল।
গত কয়েকদিন আগে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী পবিত্র চন্দ মহাশয় হঠাৎ জটিল হৃদযন্ত্রের অস্বাভাবিক ক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন এবং রায়গঞ্জ এক নার্সিংহোম থেকে শিলিগুড়ি নার্সিংহোম দ্রুত ও উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত হয়ে ভর্তি হতে হয়।
আমাদের প্রতিবেদক টেলিফোনে যোগাযোগ করলে বাড়ির পরিবারের সদস্যরা বলেন, সরাসরি তাঁর সঙ্গে কথা বলতে টেলিফোনে বা মোবাইল ফোনে বেশি কথা বলা ডাক্তারের নিষেধ আছে।
তাই আমাদের দিনাজপুর বার্তার সাংবাদিক সরাসরি উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং আজ এই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের উদ্দেশ্যে মাননীয় জেলা সাধারণ সম্পাদক মহাশয়ের হুবহু কিছু বার্তা আমরা নিচে তুলে ধরলাম। তিনি বলেন,
আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জেলার সকল ছাত্র পরিষদের নেতা, কর্মী সহ প্রদেশের সমস্ত ছাত্র পরিষদের নেতা, কর্মীদের জানাই আন্তরিক অভিনন্দন।
আমি ছাত্র পরিষদ থেকেই আজ রাজনীতিতে উঠে এসেছি। আমি ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ ছাত্র সংসদে ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি (GS) ছিলাম এবং তার আগেও তিনবার CR ছিলাম। ছাত্র পরিষদ থেকেই আমার রাজনৈতিক জীবন শুরু। পরবর্তীতে প্রিয়দা আমার রাজনৈতিক গুরু। আমি রাজনৈতিক ধ্যান, জ্ঞান সবকিছুই তাঁর কাছে থেকেই পেয়েছি। বাংলার ছাত্র পরিষদ মানেই প্রিয়দা, তাঁর হাত ধরেই বাংলায় ছাত্র পরিষদের জন্ম।
তাই আজকের দিনে শুধু তারই কথা বারবার মনে পড়ছে। প্রিয়দা (প্রিয়রঞ্জন দাসমূন্সী) জেলার সাংসদ হবার সুবাদে, তাঁর পাশে থাকবার সৌভাগ্য হয়েছিল আমার। ভাই স্নেহে সর্বদাই তার সঙ্গী হিসাবে পাশে থাকার সুযোগ পেয়েছিলাম।
বলতে বলতে তিনি আপ্লুত হয়ে পড়েন। তার মুখ থেকে আর কথা বের হয় না।
অবশেষে তিনি দুটি লাইন তুলে ধরেন আমাদের প্রতিবেদক এর সামনে।
"তাই আজ ছাত্র পরিষদের জন্মদিনে
শুধু তারই কথা আসে মোর মনে"।।
No comments:
Post a Comment