নিজস্ব প্রতিবেদন: বর্ধমান:- আজ ২৫ শে আগস্ট পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার লায়ন্স ক্লাবের সভাগৃহে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পারিজাত সাহিত্য পত্রিকার শারদ সংখ্যার মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক কবি সম্মেলন অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠান বিপুল সমারোহে ও প্রচুর কবি-সাহিত্যিকের সমাগমে কবি সম্মেলন এক নতুন মাত্রা এনে দিয়েছিল আজকের এই লায়ন্স ক্লাবের সভাগৃহে।
সকল কবি-সাহিত্যিকদের উৎফুল্ল এবং আবেগ তাড়িত হতে দেখা যায় এবং সকলের সঙ্গে বাক্য বিনিময়, আলাপচারিতায় ও পরিচয়-পরিচিতির ধুম লক্ষ্য করার মতো। প্রায় ৩০০০ (তিন হাজার) কবি ও সাহিত্যিকদের মধ্যে ২৭ জন কবি ও সাহিত্যিকদের "সাহিত্য রত্ন" সম্মানে ভূষিত করা হয়। উত্তর দিনাজপুর থেকে আগত স্বনামধন্য কবি মাননীয়া শ্রীমতি খুশী সরকার মহাশয়াকে পারিজাত সাহিত্য পত্রিকার তরফ থেকে "পারিজাত সাহিত্য রত্ন ২০১৯" সম্মানে ভূষিত করা হয় এবং কবিরত্ন স্মারকলিপি ও মেমেন্টো দিয়ে পুরস্কৃত করা হয়।
তাছাড়াও তাকে আরও একটি "পারিজাত সম্মাননাপত্র বর্ষ- ২০১৯" স্মারকলিপি ও মেমেন্টো প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে তিনি একটি কবিতাও পাঠ করেন। উত্তর দিনাজপুরের সাহিত্যানুরাগীদের মধ্যে আনন্দের জোয়ার লক্ষ্য করা যায়। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় কবি শ্রী পান্নালাল বিশ্বাস।
পারিজাত সাহিত্য পত্রিকার আজকের এই মহতীপূর্ণ সর্বাঙ্গসুন্দর কবি সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারিজাত সাহিত্য পত্রিকার সম্পাদক সব্যসাচী নাথ মহাশয় এবং দেশ-বিদেশ থেকে আগত কবি ও অতিথিবৃন্দ এবং সর্বোপরি পারিজাত পরিবারের সকল কবি, লেখক ও কলাকুশলী। এবং যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান দিব্য লাভ করেছে ও সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে ও সাফল্যের শীর্ষে পৌঁছানোর নিরলস প্রচেষ্টা করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন কবি খুশী সরকার এবং অনেক কবি-সাহিত্যিকরাও।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সর্বাঙ্গ সুন্দর ও আলোকিত করেছেন কবি জনাব মনি খন্দকার মহাশয়, বাংলাদেশ থেকে আগত সাহিত্যিক। শ্রী বরুণ ব্যানার্জি, কবি সাহিত্যিক ও সাংবাদিক, পশ্চিমবঙ্গের কোলকাতা থেকে আগত। শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায়, খ্যাতনামা কবি ও সাহিত্যিক, কোলকাতা থেকে আগত। নার্গিস পারভীন, কবি ও প্রাবন্ধিক, মহারাষ্ট্রের মুম্বাই থেকে আগত। শ্রী দিলীপ কুমার মেটা, কবি ও সাহিত্যানুরাগী, শ্রী ঋষি গোপাল মন্ডল, কবি ও সাংবাদিক ও আরো অনেকে।
No comments:
Post a Comment