জেলায় চিকিৎসা ও পরিকাঠামোর উন্নয়নের দাবীতে BMOH কে স্মারকলিপি - উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Thursday, July 11, 2019

জেলায় চিকিৎসা ও পরিকাঠামোর উন্নয়নের দাবীতে BMOH কে স্মারকলিপি - উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস


নিজস্ব সংবাদদাতা - রায়গঞ্জ : উত্তর দিনাজপুর জেলার মানুষের সুচিকিৎসার ও স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবীতে যুব কংগ্রেসের জেলা জুড়ে আন্দোলন ও BMOH কে স্মারকলিপি প্রদান।
Uttar Dinajpur Youth Congress Committee demand for the Development of the Treatment and Infrastructure of all BPHC for the people of Uttar Dinajpur - Deputation to BMOH.

উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি শ্রী তুষার কান্তি গুহ মহাশয় বলেন, উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গ্রামের মানুষের চিকিৎসা ও স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবীতে উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস জেলার প্রত্যেকটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারীককে (BMOH) স্মারকলিপি ( Deputation) প্রদানে যৌথ কর্মসূচী গ্রহন করা হয়েছে।

জেলা যুব কংগ্রেস সভাপতি শ্রী তুষার কান্তি গুহ মহাশয়ের নেতৃত্বে এই কর্মসূচী রুপায়নের লক্ষে আজকে রায়গঞ্জের মহারাজা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ( BPHC) সাধারণ মানুষের সুচিকিৎসা ও পরিকাঠামো উন্নয়নের দাবীতে রায়গঞ্জহেমতাবাদ বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি দ্বয় যথাক্রমে সৌভিক রায় ও সোমনাথ দে উভয়ের যৌথ নেতৃত্বে আজ রায়গঞ্জ ব্লকের ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারীককে Deputation প্রদান করলেন ।
আজকে চিকিৎসা ও স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবীতে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারীককে (BMOH) স্মারকলিপি ( Deputation) প্রদান কর্মসূচীতে এলাকার প্রচুর জনগণ তাদের ক্ষোভ উগড়ে দেন, তারা জানান এখানে রুগী চিকিৎসার বেড থাকলেও ডাক্তারবাবুরা এখানে চিকিৎসা না করে সদর হাসপাতালে স্থানান্তর করে দেন এবং রায়গঞ্জ বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি সৌভিক রায় এ বিষয়ে স্মারকলিপি গ্রহণকারী মহারাজা স্বাস্থ্যকেন্দ্রের ( BPHC) ডাক্তারবাবুর কাছে সঠিক কি ঘটনা জানতে চাইলে, তিনি বলেন ছোট শিশু ও আসন্ন প্রসবাদের সন্তান প্রসবের (ডেলিভারী) যথোপযুক্ত পরিকাঠামো নেই বলে তাদের ইচ্ছা থাকলেও বাদ্ধতামুলক ভাবে সদরের হাস্পাতালে পাঠাতে হয়।

আজকের স্মারকলিপি প্রদান উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারন সম্পাদক পবিত্র চন্দ, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকৎ আলী, রায়গঞ্জ শহর কংগ্রেস সভাপতি গৌতম দাস, ব্লক কিষান কংগ্রেস সভাপতি সত‍্যরঞ্জন দাস, জেলা কংগ্রেস মিডিয়া সেল সভাপতি মনোতোষ সরকার, ব্লক কংগ্রেস নেতা ফরিদ বক্স, রামপুর অঞ্চল কংগ্রেস সভাপতি হরিদাস দে, রামপু্র অঞ্চল যুব কংগ্রেস সভাপতি লাবলু বর্মন, অন‍্যান‍্য জেলা, ব্লক, শহরের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ ও এলাকার অনেক কর্মী ও সমর্থকগন।

No comments:

Post a Comment