উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত স্মরণসভা কালিয়াগঞ্জে।
At the initiative of North Dinajpur district congress, a memorandum was held on the occasion of 'Pramatha nath Roy's' premature death, at Hanuman Bhawan, Kaliyaganj.
নিজস্ব সংবাদদাতা : রবিবার কালিয়াগঞ্জের হনুমান ভবনে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত প্রয়াত বিধায়ক প্রমথ নাথ রায়ের স্মরণসভায় জেলা কংগ্রেস সভাপতি এবং রায়গঞ্জের বিধায়ক মাননীয় শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর কন্যার হাতে একটি 'শোকস্মারক পত্র' তুলে দেন। আজকের স্মরণসভায় স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ রায়ের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। উত্তর দিনাজপুর জেলার জাতীয় কংগ্রেসের একজন বলিষ্ঠ নেতা, শিক্ষক, অভিভাবককে আজ আমরা হারালাম। আমাদের অপূরণীয় ক্ষতি হলো।
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী পবিত্র চন্দ্র মহাশয় প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও অপর সম্পাদক মিহির দাশগুপ্ত, জেলা যুব কংগ্রেসের সভাপতি শ্রী তুষার গুহ, কালিয়াগঞ্জ এর কংগ্রেসের কমিশনার মঞ্জুরী দত্ত দাম, বুল দত্ত প্রমূখ নেতৃত্বরা আজকে স্মৃতিচারণ করেন ও প্রতিকৃতিতে মাল্যদান করেন। অপরদিকে আজকের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যা রাজনৈতিক সৌজন্যতাবোধের একটি আন্তরিক বার্তা বহন করে। তাহাদের মধ্যে, যথাক্রমে সি পি আই এম- এর পক্ষ থেকে দেবব্রত সরকার, আর এস পি- এর পক্ষ থেকে দেবব্রত কর, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ কুন্ডু। প্রত্যেকেই প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং কিছু কিছু নেতৃত্ব তাঁর স্মৃতিচারণ করেন।
আজকের এই স্মরণসভায় প্রয়াত জননেতা, অধ্যাপক বিধায়ক শ্রী প্রমথ নাথ রায়ের দুই কন্যা উপস্থিত ছিলেন এবং প্রয়াত পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেন ও কন্যা ধিতশ্রী রায় পিতার স্মৃতিচারণ করেন এবং জেলার সমস্ত স্তরের মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি আপ্লুত এবং বাক্য বিহ্বল হয়ে পড়েন এবং বলেন শুধু আমরা পিতৃহারা হন আমাদের সাথে জেলার অনেকেরই আজ পিতৃহারার মত। জেলার ও এলাকার মানুষের সাহায্য ও সহানুভূতির কথাও তিনি অকপট স্বীকার করেন এবং সবাইকে পিতার শেষকৃত্যে আসার অনুরোধ করেন।
At the initiative of North Dinajpur district congress, a memorandum was held on the occasion of 'Pramatha nath Roy's' premature death, at Hanuman Bhawan, Kaliyaganj.
নিজস্ব সংবাদদাতা : রবিবার কালিয়াগঞ্জের হনুমান ভবনে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত প্রয়াত বিধায়ক প্রমথ নাথ রায়ের স্মরণসভায় জেলা কংগ্রেস সভাপতি এবং রায়গঞ্জের বিধায়ক মাননীয় শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর কন্যার হাতে একটি 'শোকস্মারক পত্র' তুলে দেন। আজকের স্মরণসভায় স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ রায়ের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। উত্তর দিনাজপুর জেলার জাতীয় কংগ্রেসের একজন বলিষ্ঠ নেতা, শিক্ষক, অভিভাবককে আজ আমরা হারালাম। আমাদের অপূরণীয় ক্ষতি হলো।
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী পবিত্র চন্দ্র মহাশয় প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও অপর সম্পাদক মিহির দাশগুপ্ত, জেলা যুব কংগ্রেসের সভাপতি শ্রী তুষার গুহ, কালিয়াগঞ্জ এর কংগ্রেসের কমিশনার মঞ্জুরী দত্ত দাম, বুল দত্ত প্রমূখ নেতৃত্বরা আজকে স্মৃতিচারণ করেন ও প্রতিকৃতিতে মাল্যদান করেন। অপরদিকে আজকের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যা রাজনৈতিক সৌজন্যতাবোধের একটি আন্তরিক বার্তা বহন করে। তাহাদের মধ্যে, যথাক্রমে সি পি আই এম- এর পক্ষ থেকে দেবব্রত সরকার, আর এস পি- এর পক্ষ থেকে দেবব্রত কর, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ কুন্ডু। প্রত্যেকেই প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং কিছু কিছু নেতৃত্ব তাঁর স্মৃতিচারণ করেন।
আজকের এই স্মরণসভায় প্রয়াত জননেতা, অধ্যাপক বিধায়ক শ্রী প্রমথ নাথ রায়ের দুই কন্যা উপস্থিত ছিলেন এবং প্রয়াত পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেন ও কন্যা ধিতশ্রী রায় পিতার স্মৃতিচারণ করেন এবং জেলার সমস্ত স্তরের মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি আপ্লুত এবং বাক্য বিহ্বল হয়ে পড়েন এবং বলেন শুধু আমরা পিতৃহারা হন আমাদের সাথে জেলার অনেকেরই আজ পিতৃহারার মত। জেলার ও এলাকার মানুষের সাহায্য ও সহানুভূতির কথাও তিনি অকপট স্বীকার করেন এবং সবাইকে পিতার শেষকৃত্যে আসার অনুরোধ করেন।
No comments:
Post a Comment