AIIMS রায়গঞ্জে স্থাপন করার জন্য বর্তমান সংসদের কাছে আবেদন - উত্তরবঙ্গের মানুষ - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Thursday, June 6, 2019

AIIMS রায়গঞ্জে স্থাপন করার জন্য বর্তমান সংসদের কাছে আবেদন - উত্তরবঙ্গের মানুষ

বর্তমান সাংসদের কাছে এইমস্ রায়গঞ্জে স্থাপন করার আবেদন করলেন রায়গঞ্জে তথা উত্তরবঙ্গের আপামর মানুষ।

The people of Raiganj appealed to the present MP to build Aims Hospital in Raiganj.
We want AIIMS in Raiganj.

কি করে হবে এইমস্ (AIIMS) এর সমাধান?  রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের আপামর মানুষের আবেদন 🙏

👉 আমাদের সংবাদ প্রতিনিধি রায়গঞ্জের জনবহুল এলাকায়, শিলিগুড়ি মোরে রায়গঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব ও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে রায়গঞ্জের AIIMS স্থাপন সম্বন্ধে জানতে চান এবং তাঁদের কাছ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন, আবেদন, তীব্র মানসিক যন্ত্রণা, ক্ষোভে ফেটে পড়েন ও সমাধান কি করে হবে? ইত্যাদি তুলে ধরেন আমাদের সংবাদ প্রতিনিধির কাছে,  তারই এক ঝলক দেখুন।
নিম্নে দেওয়া হল রাজনৈতিক ব্যক্তিত্বদের কথোপকথনের ধারা।
বর্তমান সাংসদ কি বললেন, সেটা আগে ভালো করে বুঝুন তাহলে বুঝতে পারবেন মানুষের কি কষ্ট। আর কষ্ট হলেই মানুষের চিন্তাধারা পাল্টে যায়। ছুটে যায় শান্তির জন্য। হয় না যখন, ছোটে তখন বিপ্লবের পথে বা যেখানে সমাধান হবে সেই পথে।।
👉প্রথমত: প্রিয়রঞ্জন দাশমুন্সি যখন এইমস্ অনুমোদন করে নিয়ে এলেন এবং বললেন রাজ্য সরকারকে জমি অধিগ্রহণের জন্য ব্যবস্থা করতে, তারপরে তিনি অসুস্থ হয়ে গেলেন, সেই প্রক্রিয়া বন্ধ হয়ে গেল।
👉আসলো লোকসভার ভোট, কিন্তু বিগত বামফ্রন্ট  সরকার এটাকে ভাঁওতাবাজি বলে উড়িয়ে দিলেন, লোকসভা ভোটে অপপ্রচার করা হলো এবং জমি অধিগ্রহণ করল না।
* তারপর এল বিধানসভার ভোট। এই ভোটে তাদের পর্ব ‌শেষে হয়ে গেল। কারণ তারা রাজ্য-পাট চুকিয়ে এ রাজ্য থেকে পুরোপুরি বিদায় নিল।
* রাজ্যে এল বিপুল ভোটে জয়লাভ করে মা-মাটি-মানুষের সরকার।
👉দ্বিতীয়তঃ এইমস্ নিয়ে বর্তমান রাজ্য সরকার পুরো টালবাহানা করে রায়গঞ্জ থেকে কল্যাণীতে নিয়ে গেল। এবং এটা পাসও হয়ে গেল কেন্দ্রের বিজেপি সরকারের মাধ্যমে। সঠিক কিনা জানিনা, তা আপনারাই ভা‌লো বলতে পারবেন।
👉তৃতীয়তঃ আবার লোকসভা ভোট এলো এবার মা মাটি সরকারের দিশেহারা অবস্থা। রায়গঞ্জ লোকসভা  কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন।
👉 চতুর্থতঃ তিনি পরিষ্কার বলে দিলেন যে, এইমস্ এর সমস্ত প্রকারের ফাইল বন্ধ হয়ে গেছে, এটা আর খুলবে না। একই রাজ্যের দুটো এইমস্ হবে না। কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকায় আমরা তো দেখলাম।

👉তাহলে বলুন, এখানকার মানুষ কি দোষ করল, তিনি ভোটের আগে বলেছিলেন আমি এইমস্ নিয়ে লড়াই করবো এবং দেখবো। রায়গঞ্জ পানিশালায় যাতে হয় তা করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করবো, কিন্তু বাস্তবে তিনি কি বললেন, দেখুন সেদিনকার আনন্দবাজারের পত্রিকায় তা জ্বলজ্বল করছে।
👉তাহলে বলুন আমাদের কি দোষ বলুন, একই রাজ্যে যদি দুটো এইমস্ হবেনা, তা আমাদের বর্তমান সাংসদ পরিষ্কার বলে দিলেন।
* তাহলে কার কথা বিশ্বাস করবেন।
* তাহলে এই এলাকার মানুষ কেন চিন্তা-ভাবনা করবে না যে উত্তরবঙ্গকে আলাদা একটি পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়ে এখানে এইমস্ করা হোক।
* তাহলে তো আর বাধা থাকবে না।
* তাহলে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষদের কি অপরাধ, গোটা উত্তরবঙ্গবাসীর কি অপরাধ।
* উত্তরবঙ্গের এই একটি প্রকল্প নিয়ে এসেছিলেন প্রয়াত সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সি, বর্তমান সরকার সেটাও তুলে নিয়ে চলে গেলেন কলকাতায়, কেন্দ্রের বিজেপি সরকারের সহায়তায়। বামফ্রন্ট নিরবে তা গ্রহণ করলেন, একটিও কথা তাদের কাছ থেকে শোনা গেল না। রায়গঞ্জের পানিশালায় AIIMS হোক এই নিয়ে লোকসভায় বা বিধানসভায় কাউকেই তরজা করতে দেখা যায়নি।
👉তাহলে বলুন এখন এর কি সমাধান আছে? আপনার হাতেই ছেড়ে দেওয়া হল।
👉 তাই আপনার মাধ্যম দিয়ে আমাদের আবেদন জানাই সকল নেতৃস্থানীয় ব্যক্তিদের ও এইমস স্থাপনের কর্তৃপক্ষদের, এই এইমস্ অনুমোদিত স্থান রায়গঞ্জে বা উত্তরবঙ্গের যে কোন স্থানে হোক। এটাই আমাদের শেষ আবেদন। কল্যাণীতে আন্তর্জাতিক মানের যেকোনো ধরনের বড় হাসপাতাল হোক এতে আমাদের কোনো আপত্তি নেই, বরঞ্চ আমরা সহযোগিতা করব।

No comments:

Post a Comment