কান্দীর গুরুত্বপূর্ণ সেতু সরকার বন্ধ করে দিলেন - সাংসদ অধীর চৌধুরীর পর্যবেক্ষণ - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Friday, May 31, 2019

কান্দীর গুরুত্বপূর্ণ সেতু সরকার বন্ধ করে দিলেন - সাংসদ অধীর চৌধুরীর পর্যবেক্ষণ


মুর্শিদাবাদ জেলার মাননীয় সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী গতকাল মুর্শিদাবাদ জেলার কান্দী এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতু পর্যবেক্ষণ করার জন্য, কান্দী বিধানসভার কংগ্রেসের বিধায়ক শফিউল আলম খান (বনুদা) কে সঙ্গে নিয়ে সেই এলাকায় যান। কারণ তিনি যখন জানতে পারলেন যে, সেতুটি সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, এলাকার কোনো গাড়ি এই সেতু দিয়ে আর চলাচল করবে না।
পশ্চিমবঙ্গ সরকার হঠাৎ করে এই সেতুর উপর দিয়ে কোন ধরনের গাড়ি ঘোড়া চলা বন্ধ করে দিয়েছেন তারই প্রতিবাদে তিনি এসেছিলেন সেই এলাকায় এবং সেতুটি পর্যবেক্ষণ করলেন এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অতিসত্বর সেতুটি চালু করার ব্যবস্থা করবেন এবং তিনি আরো বলেন যে আমরা প্রথমেই বলেছিলাম এই সেতুটির পাশে নতুন একটি সেতু নির্মাণ করা হোক, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা না করে এই সেতুটি সংস্কার করলেন। এবং যে কন্ট্রাক্টর এই সেতুটি সংস্কার করলেন, তিনি এই সেতুটির বড় বড় তামার পাত খুলে নিয়ে তার পরিবর্তে সেখানে লোহার পাত বসালেন, আর এখন সরকার বলেছেন সেতু কাঁপছে। তার জন্য দায়ী কে, তাই অতিসত্বর সেতু চালু করার ব্যবস্থা করা হোক। এই রমজান মাসে চারিদিকে ধান কাটা চলছে তারা ফসল বাড়িতে নিয়ে আসবে ঘরে নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসতে পারছে না। স্কুল কলেজের পরীক্ষা চলছে, ছাত্র ছাত্রীদের চরম দূর্ভোগে ফেলে দিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী তুঘলকী সিদ্ধান্তের মধ্য দিয়ে সেতু বন্ধ করে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা তছনছ করে দিলেন।
পশ্চিমবঙ্গ সরকার বলছেন, আমাদের কাছে টাকা নেই, তাই আমি বলছি, আপনারা অতিসত্বর নতুন সেতু তৈরি করার ব্যবস্থা করুন আমি বছরে সাংসদ কোটায় 5 কোটি টাকা পাই। পশ্চিমবঙ্গ সরকারকে আমি পাঁচ কোটি টাকা এই সেতু করার জন্য দেব।
কান্দী বিধানসভার কংগ্রেস বিধায়ক সফিউল আলম খান বনুদা বলেন, আমাদের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জনগণের পাশে সর্বদায় ছিলেন, আছেন এবং আগামীদিনেও থাকবেন। আমরা গর্বিত, জেলাবাসী গর্বিত।

No comments:

Post a Comment