কালিয়াগঞ্জের জাতীয় কংগ্রেসের বিধায়ক প্রমথ নাথ রায় মারা গেলেন কলকাতায়

কালিয়াগঞ্জের জাতীয় কংগ্রেসের বিধায়ক প্রমথ নাথ রায় মারা গেলেন কলকাতায়

Pramatha Nath Ray, MLA, honorary Contributor of the National Congress of Kaliyaganj Legislative Assembly died in Calcutta. North Dinajpur.

রায়গঞ্জ : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী প্রমথ নাথ রায়ের অকাল প্রয়াণের খবর আসার পরেই উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসসহ সমস্ত সমর্থক ও কর্মীবৃন্দ এবং জেলার আপামর জনসাধারণ গভীর শোকাহত, এবং কালিয়াগঞ্জের চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি গতকাল কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, গতকাল আনুমানিক রাত দুটোর সময় আমাদের ছেড়ে চলে যান, জানালেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শ্রী পবিত্র চন্দ্র মহাশয়। তিনি আরোও বলেন, 'তার অকাল প্রয়াণে জেলার কংগ্রেসের চরম ক্ষতি হয়ে গেল, এই ক্ষত সারতে আমাদের সময় লাগবে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি'।
তিনি কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ছিলেন ও জাতীয় কংগ্রেসের চার বারের বিধায়ক ও পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় উন্নয়ন পরিকল্পনা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন।
কলকাতা থেকে তার দেহ আনার প্রক্রিয়া চলছে আগামীকাল তার দেহ সরকারের সৎকারের ব্যবস্থা হবে।

0 Response to "কালিয়াগঞ্জের জাতীয় কংগ্রেসের বিধায়ক প্রমথ নাথ রায় মারা গেলেন কলকাতায়"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article