আগামী লোকসভা ভোটে তৃণমূলের সাথে জোট নয় – বললেন মোহিত সেনগুপ্ত

আগামী লোকসভা ভোটে তৃণমূলের সাথে জোট নয় – বললেন মোহিত সেনগুপ্ত

No alliance with Trinamool in the next LokSabha Election 2019 - Mohit Sengupta.

Mohit Senguta dec-2018

আগামী লোকসভা ভোটে তৃণমূলের সাথে জোট নয় – বললেন মোহিত সেনগুপ্ত।

নিজস্ব সংবাদদাতা: রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের মাননীয় বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় বলেন, আগামী লোকসভা ভোটে আমরা তৃণমূলের সঙ্গে হাত মেলাবো না। কারণ পঃবঙ্গ তথা উত্তর দিনাজপুরের বহু কংগ্রেস কর্মী তৃণমূলের হাতে নিগৃহীত হয়েছেন বা এখনুও হতে হচ্ছে, তাই এখন সেই দলের সঙ্গে হাত মেলালে কর্মীরা তা মেনে নেবেন না। আমরা সারা বছর জেলার মানুষের পাশে থাকি, সুখ-দুঃখের অংশীদারী হই এবং আমাদের সমস্ত কংগ্রেস কর্মীরা সারা বছর ধরে মানুষের পাশে থাকেন।
তাই আমরা মানুষের কথা ভেবে, আমাদের কর্মীদের কথা ভেবে, আগামী লোকসভার ভোটে রায়গঞ্জের আসনে আমরা মাননীয়া প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সিকে প্রার্থী হিসাবে সামনে রেখেই আমাদের প্রচার ও প্রস্তুতি চলছে।

0 Response to "আগামী লোকসভা ভোটে তৃণমূলের সাথে জোট নয় – বললেন মোহিত সেনগুপ্ত"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article