নিজস্ব সংবাদদাতা ডালখোলা ও অরঙ্গাবাদ: মুর্শিদাবাদ জেলার অরঙ্গবাদের ব্যবসায়ী আক্রান্ত ডালখোলায়।
মুর্শিদাবাদ জেলার সুতি থানার অরঙ্গবাদের নিকট মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা এমদাদুর রহমান, পিতার নাম ফাইজুদ্দিন বিস্বাস। তিনি গত ৪ দিন আগে বিহারে আরারিয়া এলাকায় ব্যবসা সংক্রান্ত কাজে যায়। তারপর ওখানে কাজপত্র করার পরে অটোতে চেপে গোলাবাগে ফিরে আসার সময় কিছু সহযাত্রী বন্ধুত্বের ভান করে তাকে বিস্কুট খেতে দেয় এবং ঘুমে আচ্ছন্ন হয়ে পরে। তারপর ওই অজ্ঞাত দুষ্কৃতীর খপ্পরে পড়ে যায় এবং তারা তার সমস্ত কিছু নিয়ে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার নিকট জ্ঞানহীন অবস্থায় তাকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। তারপর স্থানীয় ব্যক্তিরা রাস্তায় জ্ঞানহীন অবস্থায় দেখতে পেয়ে ইসলামপুর থানায় খবর দেয়। থানা থেকে তখন তাকে ইসলামপুর সরকারি হাসপাতালে ভর্তি করে দেয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই ব্যক্তি বিড়ির পাতার ব্যবসা করেন এবং বিভিন্ন জায়গায় কালেকশনের জন্য গিয়ে থাকেন। কিন্তু দুদিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ তারা করতে পারেনি এবং পরিবারের সকলে খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
তখন তার দাদা তাজাম্মুল হক লোকাল সুতি থানায় জানায় এবং সেখান থেকে তারা যোগাযোগ করে পরের দিন জানতে পারে যে, সে ইসলামপুর হাসপাতালে ভর্তি আছে। আমাদের প্রতিবেদক সকালে ইসলামপুর হাসপাতালে সরাসরি যোগাযোগে জানতে পারে আজকে শনিবার সকালে পরিবারের লোকজন এসে তাকে ইসলামপুর সরকারি হসপিটাল থেকে ছুটি করে বাড়ি নিয়ে যায়। আক্রান্ত ব্যক্তি আচ্ছন্ন থাকাতে সব কিছু এখনো আমাদের অজ্ঞাত। তার দাদা তাজাম্মুল হক বলেন এখন সে রাস্তায়, বাড়ি আসুক, ওর কাছ থেকে সব জানতে পারার পর আমাদের প্রতিনিধিকে বিস্তারিত সব জানাবে। হাসপাতাল সূত্রে জানা যায় সম্ভবত তাকে করা ধরনের কোন ঘুমের ঔষধ দেওয়া হয়েছিল।
No comments:
Post a Comment