নিজস্ব সংবাদদাতা- কলকাতা: বাংলা কংগ্রেস উজ্জীবিত প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী : সোমেন মিত্র।
নিজস্ব সংবাদদাতা- কলকাতা: বাংলা কংগ্রেস উজ্জীবিত প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী : সোমেন মিত্র।
তৃণমূল কংগ্রেস ও বিজেপির আর্থিক কেলেঙ্কারি ও নৈরাজ্যের প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে কলকাতার রানী রাসমণি রোডে বুধবার আয়োজিত জনসভায় কর্মীদের উদ্দীপনা, আমজনতার উন্মাদনা দেখে মালুম হল সহজাত সত্য, তিন রাজ্যের নির্বাচনী ফলাফলে বাংলা কংগ্রেসকে উজ্জীবিত করে তুলেছে।শুধু মানুষের উপস্থিতি নয়, এ যেন যথাযথ এক জনপ্লাবন।
বাংলা কংগ্রেস আজ তেজিয়ান ঘোড়ার মত টগবগ করছে, বুধবার স্পষ্টতই তা দেখা গেল কলকাতার রানী রাসমণি এভিনিউতে প্রদেশ কংগ্রেসের সভায়।
একই মঞ্চে দেখা গেল বিরল দৃশ্য প্রদেশ কংগ্রেসের তথাকথিত সমস্ত গোষ্ঠীর নেতৃত্ব ব্যক্তিত্বকে। সোমেন মিত্র, দীপা দাশমুন্সি, অধীর রঞ্জন চৌধুরী সহ প্রদেশ কংগ্রেসের আরোও প্রমুখ ব্যক্তিত্ব। তারা প্রত্যেকেই আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য জনগণের কাছে আবেদন ও কর্মীদের কাছে রাজ্যজুড়ে আন্দোলনে নামার আহ্বান করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেনবাবু বলেছেন, সবকিছু ভুলে তৃণমূলকে এক ইঞ্চিও জায়গা নয়। ভারতে স্বৈরতন্ত্রের কোন জায়গা নেই। একটি লোকের মত করে দেশ চলবে না। আরও বলেন আগামী ২০১৯ লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস আসবেই এবং ভারতের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী।
তিনি আরো বলেন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো জোট নয়, কারণ পশ্চিমবাংলার বহু কংগ্রেস সমর্থকরা তাদের হাতে নিগৃহীত হয়েছেন। আমরা যদি আবার তাদের সঙ্গে যাই, তাহলে মানুষ আমাদের ছুঁড়ে ফেলবে। আর এভাবে বাংলায় কংগ্রেসের সংগঠনও বাড়বে না বলে আমার মনে হয়।
তাই আমরা আগামী লোকসভা ভোটে একাই চলার বার্তা দলের হাইকমান্ডকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এআইসিসি।
No comments:
Post a Comment