রায়গঞ্জ কালচারাল ফোরামের স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন মহাসমারোহে
Raiganj Cultural Forum Celebrating the birth Anniversary of Swami Vivekananda.
রায়গঞ্জ কালচারাল ফোরামের স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন মহাসমারোহে।
নিজস্ব সংবাদদাতা: ভারত আত্মার মূর্তপ্রতীক স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে বিগত 26 বছর পূর্বে প্রতিষ্ঠিত রায়গঞ্জ কালচারাল ফোরাম কর্তৃক অনুষ্ঠিত একটি মনোজ্ঞ অনুষ্ঠান প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বিধান মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞের মূল আয়োজক হলেন শ্রী পবিত্র চন্দ মহাশয় ও আরোও বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ। এমন অনুষ্ঠানের সূচনা লগ্নে অর্থাৎ স্বামীজীর জন্মদিন ১২ই জানুয়ারিতে ছিল স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সাহিত্য বাসর এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৩ই জানুয়ারি থাকবে কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ বিশিষ্ট বেতার ও দূরদর্শন শিল্পী পন্ডিত শ্যামাপ্রসাদ নিয়োগী রাঁচি ঝাড়খন্ড, শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠান, 14ই জানুয়ারি আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৫ই জানুয়ারিতে থাকবে ওপেন কুইজ প্রতিযোগিতা এবং রায়গঞ্জ কালচারাল ফোরামের নিবেদন নৃত্যগীতি আলেখ্য। এছাড়াও সারেগামাপা খ্যাত সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা কর্তৃক সঙ্গীতানুষ্ঠান।
আজকের এই মহতী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক শ্রীমোহিত সেনগুপ্ত মহাশয় ও স্বর্ণপদক প্রাপ্ত রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুভেন্দু মুখার্জী মহাশয় ও আরোও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই অনুষ্ঠান বহু শিল্পী সাহিত্যিক ও কলা শিল্পী ইত্যাদির সমন্বয়ে রায়গঞ্জ তথা উত্তরবঙ্গ খ্যাত রায়গঞ্জ কালচারাল ফোরাম আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবার সুযোগ করে দিয়েছে আপামর জনসাধারণকে। এ ধরনের অনুষ্ঠান খুবই বিরল। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা খুবই জরুরী। বর্তমান ইন্টারনেটের যুগে যুবক যুবতীরা যেভাবে নিজেদেরকে মোবাইলের গণ্ডির মধ্যে আবদ্ধ রেখেছে, তাতে সেখানে এই ধরনের অনুষ্ঠান, সামাজিক প্রেক্ষাপটে ভীষণভাবে জরুরী হয়ে পড়েছে।
0 Response to "রায়গঞ্জ কালচারাল ফোরামের স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন মহাসমারোহে"
Post a Comment