উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গঙ্গায় পিতৃতর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন
Monday, October 8, 2018
Comment
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়ি- উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শ্রী সুবোধ যশ মহাশয় (৬৪) গঙ্গায় পিতৃতর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গিয়ে সলিলসমাধি হয়েছেন।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় সোমবার সকালে উত্তরপাড়া থানার বটতলায় গঙ্গার ঘাটে তিনি পিতৃতর্পণ করতে নেমেছিলেন। সেই সময় অতর্কিতে পা পিছলে গঙ্গার পিচ্ছিল মাটিতে দেহের ভারসাম্য হারিয়ে তিনি গভীরে চলে যান আর উপড়ে উঠার চেষ্টা করেও উঠতে পারেন নি। এবং জোয়ারের তোড়ে ভেসে যায়।
তাড়াতাড়ি ডুবুরিতে খবর দেওয়া হয় এবং তারা খোঁজে নামে। ডুবুরিরা প্রায় ঘন্টা দুয়েক খোঁজাখুঁজির পরে গঙ্গার অনেকটা দূরে বালির নিচে তাঁর নিথর দেহ উদ্ধার করে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে শোঁকের ছায়া নেমে আসে।
0 Response to "উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গঙ্গায় পিতৃতর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন"
Post a Comment