Dinajpur Barta Live: রায়বরেলির কাছে লাইনচ্যুত নিউ ফরাক্কা এক্সপ্রেস
উত্তরপ্রদেশের রায়বরেলির হরচন্দ্রপুর স্টেশনের কাছে দিল্লিগামী মালদা-দিল্লী নিউ ফারাক্কা এক্সপ্রেস আজ বুধবার সকালে লাইনচ্যুত হয়। জানা যায় ট্রেনটির সামনের দিকে ইঞ্জিনসহ পর পর নয়টি বগী লাইন থেকে বেরিয়ে দুমড়ে মুচড়ে উল্টে যায়। হতাহতের সংখ্যা সঠিক এই মুহূর্তে বলা দুষ্কর, স্থানীয় সূত্রে জানা যায় অনেকেই চাপা পড়ে আছে বগীর তলায়। মালদা রেলস্টেশন সূত্রে এখনো সঠিক কত জন মারা গেছেন সরকারিভাবে তারা জানাতে পারেনি। মালদা রেলস্টেশন থেকে যেহেতু এই ট্রেনটি ছেড়েছে সেইহেতু মালদার অনেক লোক ওই গাড়িতে থাকতে পারে বলে এই এলাকার মানুষের হতাহতের সংখ্যা বেশি হতে পারে, মালদহের এলাকাবাসি এই আশঙ্খ্যা করছে এবং শঙ্কিত। যাদের আত্মীয় স্বজন ওই গাড়িতে মালদা থেকে গিয়েছেন তারা মালদা স্টেশন এ খোঁজ খবরের জন্য গিয়েছেন। তাদের মধ্যে এক ব্যক্তি বলেন, তার ভাই ও ভাই-এর স্ত্রী একটি ছোট্ট বাচ্চা গেছে কিন্তু এখনো কোন আমরা সংবাদ পায়নি দাঁড়িয়ে আছি স্টেশনে।
অসমর্থিত সূত্রে জানা যায়,অন্ততপক্ষে ৮ থেকে ১০ জন মারা গেছে তবে মৃত্যুর সংখ্যা বাড়তে আরোও বাড়তে পারে এবং ৫০ থেকে ৬০ জনের আহত হওয়ার খবর। পশ্চিমবঙ্গ তথা মালদাবাসির অনেক লোকজন সেই গাড়িতে থাকায় এ রাজ্যের লোকের হতাহতের সংখ্যা বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে তবে সরকারিভাবে বা রেলসূত্রে এখনো কোনো কিছু জানায়নি সেখানে এন ডি আর এফ উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। দুর্ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ছুটে গেছে এবং তারা তৎপরতার সঙ্গে উদ্ধারকার্যে যোগদান করেছে, উদ্ধারকার্য সম্পন্ন হলেই বা সন্ধ্যার মধ্যে হতাহতের সঠিক তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে সেখানকার উদ্ধারকার্যে যুক্ত কর্মকর্তারা ।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রেল দপ্তর-এর মধ্যে নানান সন্দেহ দেখা দিয়েছে। কোন নাশকতা আছে কিনা তদন্ত করার জন্য ঘটনাস্থলে উত্তর প্রদেশ এটি এস টিম যাচ্ছে বলে জানা যায়।
এই দুর্ঘটনার জেরে বিভিন্ন স্থানে, স্টেশনে প্রচুর ট্রেন আটকে রয়েছে।
No comments:
Post a Comment