ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মালদা কলাইবাড়ি বিওপিতে সাংসদ

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মালদা কলাইবাড়ি বিওপিতে সাংসদ

নিজস্ব সংবাদদাতা: মালদার হাবিবপুর ব্লকের কলাইবাড়ি বর্ডার আউট পোস্টে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সাংসদ মৌসম নূর।

Convened a Meeting between BSF Officials and Villagers Bangladesh Border areas Kalaibari BOP

মালদা জেলা কংগ্রেস সভানেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নূর মালদার হাবিবপুর ব্লকের কলাইবাড়ি বর্ডার আউট পোস্টে  (বিওপি) ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আজ বৃহস্পতিবার। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার কাছাকাছি বসবাসকারী এলাকার জনগণদের সঙ্গে নিয়ে বিএসএফ কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক আলোচনা করেন। তিনি বলেন এলাকাবাসীদের যেন কোন ভাবেই বাড়ি থেকে অকারনে তুলে নেওয়া, এটা যেন না হয়, এই বিষয়ে আপনাদের সুনির্দিষ্টভাবে দেখতে হবে।

Mausam Noor in Boarder ariea

তিনি আরও বলেন, এলাকাবাসীর নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলি মোকাবেলা করার জন্য কোন অজুহাত চলবে না। গ্রামবাসী সক্রান্ত কোন সমস্যা দেখা দিলে গ্রামবাসীদের মধ্যে বসে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অপরাধীদের অবশ্যই শাস্তি দিতে হবে বা ভারতীয় আইন অনুযায়ী তাদের দণ্ড দান হবে, কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যাতে নির্দোষ জনগণ অপরাধী না হয়ে যায়।

0 Response to "ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মালদা কলাইবাড়ি বিওপিতে সাংসদ"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article