নিজস্ব সংবাদদাতা: রায়গঞ্জে দুঃস্থদের বস্ত্র বিতরণ বিধায়কের নিজ উদ্যোগে
উত্তর দিনাজপুর জেলা তথা রায়গঞ্জের রূপকার ও জেলা কংগ্রেস সভাপতি বিধায়ক মাননীয় শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয়ের নিজ উদ্যোগে রায়গঞ্জ পৌরসভার সমস্ত ওয়ার্ডের দুঃস্থ জনসাধারণের মধ্যে রবিবার (১৪-১০-২০১৮) বস্ত্র বিতরণ করলেন। তিনি প্রতিবছরের ন্যায় এবারও বাঙালির এই মহোৎসব দুর্গাপূজার প্রাক্কালে শুভ পঞ্চমী তিথিতে সকালবেলা রায়গঞ্জের ইনষ্টিটিউট প্রাঙ্গণে সাধারণ গরিব, দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র দান করেন। সকালবেলা ইনষ্টিটিউট প্রাঙ্গণে উপচে পরা সাধারন মানুষের ঢল লক্ষ্য করা যায়।
অকৃতদার এই মহানব্যক্তিকে উত্তর দিনাজপুরের প্রতিটি প্রান্তে প্রতিমুহূর্তে মানুষের পাশে থাকতে দেখা যায়। জেলাবাসীকে শারদ শুভেচ্ছার জানানোর মধ্য দিয়ে তিনি বলেন, বাংলার চারদিকে আসুরিক শক্তির হিংসার যে বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে সবাই মুক্তি পাক, মায়ের কাছে এই আমার প্রার্থনা। সব অন্ধকার ঘুচিয়ে আনন্দময়ীর আলোতে কেটে যাক মনের সকল অন্ধকার। ধর্মীয় সংকীর্ণতার উর্ধে উঠে শারদোৎসব হয়ে উঠুক সমস্ত মানুষের মহামিলনের আঙিনা, এই কামনা করি। উৎসবের দিনগুলি হয়ে উঠুক বর্ণময় ও প্রাণময়।
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী পবিত্র চন্দ মহাশয় বলেন, রায়গঞ্জের শহরের প্রতিটি ওয়ার্ডে এই বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ মহাশয়, জেলা যুব কংগ্রেস সভাপতি শ্রী তুষার গুহ, গৌতম দাস, কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ও অনেক কর্মী সমর্থকগণ।
No comments:
Post a Comment