উত্তর মালদায় হত-দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ

উত্তর মালদায় হত-দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা - উত্তর মালদায় দরিদ্র ও দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন মাননীয়া সাংসদ মৌসুম নূর।

MP Mausam Noor Distributed Clothes Amongst the Poor and Needy People in North Malda
উত্তর মালদার মাননীয়া সাংসদ মৌসুম নূর তার গ্রামের বাড়ি কোতোয়ালি এলাকায় প্রতিবছরের ন্যায় এবারও বাঙালির এই মহোৎসব দুর্গাপূজার প্রাক্কালে শুভ ষষ্ঠী তিথিতে দরিদ্র ও দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন, তার ছেলে আয়মান ও মেয়ে আমিরকে সাথে নিয়ে। সকালবেলা তাদের বাড়ির প্রাঙ্গণে ও এলাকার বস্ত্র বিতরণ কেন্দ্রগুলিতে উপচে পরা সাধারন মানুষের ঢল লক্ষ্য করা যায়।
আমাদের প্রতিবেদক কে স্থানীয় এক ব্যক্তি, ইসরারুল মণ্ডল ও আরও অনেকে বলেন 'গনিগানের পরিবারে লোক সেটা আবার প্রমান হোল। আপনারা সকলকে সমান চোখে দেখেন।'

জেলাবাসীকে শারদ শুভেচ্ছার জানানোর মধ্য দিয়ে তিনি বলেন, বাংলার চারদিকে আসুরিক শক্তির হিংসার যে বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে সবাই মুক্তি পাক, মায়ের কাছে এই আমার প্রার্থনা। সব অন্ধকার ঘুচিয়ে আনন্দময়ীর আলোতে কেটে যাক মনের সকল অন্ধকার। ধর্মীয় সংকীর্ণতার উর্ধে উঠে শারদোৎসব হয়ে উঠুক সমস্ত মানুষের মহামিলনের আঙিনা, এই কামনা করি। উৎসবের দিনগুলি হয়ে উঠুক বর্ণময় ও প্রাণময়।

Clothe distributed MP Mausam Noor  Amongst the Poor and Needy People in North Malda
ফিরে দেখাঃ- কে এই মৌসুম নূর ?
উল্লেখ্য মৌসুম নূর একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেসের বর্তমান সাংসদ। মৃত সৈয়দ মোহাম্মদ নূর এবং মৃত রুবী নূরের কন্যা, মৌসুম নূর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানের সঙ্গে আইন বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার মা রুবী নূর, সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনবার জিতেছিলেন এবং বিদায় নিলেন কিন্তু খুব দুঃখজনক,২০০৯ সালে তার মা হঠাৎ মৃত্যুবরণে তিনি রাজনীতিতে প্রবেশ করেন।

মালদহ উত্তর (লোকসভা) নির্বাচনী এলাকা থেকে তিনি ২০০৯ সালের মে মাসে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি বিগত মার্চ, ২০১১ থেকে মার্চ, ২০১৩ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেস কমিটির প্রথম নির্বাচিত সভাপতি হন।

Mausam Noor Distributed Clothes Amongst the Poor and Needy People in North Malda
মাননীয়া সাংসদ শ্রীমতি সোনিয়া গান্ধী কংগ্রেসের সভাপতি থাকাকালীন ২০১৩ সালের ডিসেম্বরে তিনি মালদা জেলা কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত হন। ২০১৪ সালের মে মাসে সাধারণ নির্বাচনের সময় তিনি চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্বেও দ্বিতীয়বার লোকসভায় নির্বাচিত হন।

তিনি কিংবদন্তী কংগ্রেসের নেতা ও প্রাক্তন, আইকনিক, রেলমন্ত্রী প্রুয়াত এ বি এ গনি খান চৌধুরীর ভাগ্নী, যাকে জনপ্রিয়তার সাথে 'বরকত দা' বলা হয়। তার এক মামা আবু হাশেম খান চৌধুরীও একজন রাজনীতিবিদ। তিনি একজন সাবেক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মালদহ দক্ষিণ (লোকসভা) নির্বাচনী এলাকা থেকে বর্তমান তৃতীয় মেয়াদী কংগ্রেসের এমপি।

0 Response to "উত্তর মালদায় হত-দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article