বিধায়কের উদ্যোগে রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলে বস্ত্র বিতরণী অনুষ্ঠান

বিধায়কের উদ্যোগে রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলে বস্ত্র বিতরণী অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলে বস্ত্র বিতরণী অনুষ্ঠান, বিধায়ক মোহিত সেনগুপ্ত মহাশয়ের উদ্যোগে।

Textile distribution programs in the Kamalabari GP of Raiganj by Mohite Sengupta, MLA.

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রূপকার ও জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মাননীয় শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয়ের উদ্যোগে রায়গঞ্জের পার্শ্ববর্তী কমলাবাড়ী অঞ্চলে সাধারণের মধ্যে বস্ত্র বিতরণ করলেন। তিনি প্রতিবছরই বাঙালির এই মহোৎসব দুর্গাপূজার প্রাক্কালে সাধারণ গরিব, দুঃস্থ মানুষদের জন্য কিছু জামা কাপড় দান করেন।
ঠিক এই উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (১১-১০.২০১৮) কমলাবাড়ী অঞ্চলে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার গরীব দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন।
অকৃতদার এই ব্যক্তি উত্তর দিনাজপুরের প্রতিটি প্রান্তে প্রতিমুহূর্তে মানুষের পাশে থাকতে দেখা যায়। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী পবিত্র চন্দ মহাশয় বলেন রায়গঞ্জ শহর ও রায়গঞ্জের প্রতিটি অঞ্চলে এই বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমাদের প্রতিবেদক কে স্থানীয় এক ব্যক্তিত্ব বলেন, কংগ্রেসে এখন আসল মানুষগুলো আছে। আগাছাগুলো ঝরে গেছে। এ দলের উন্নতি হবেই হবে কারন চোরগুলো সব সড়ে পড়েছে এবং গর্বের সঙ্গে বলেন এই দলের সাথেই আছি এবং থাকবো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক উজ্জ্বল ব্যক্তিত্ব তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ মহাশয়, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি জনাব লিয়াকত আলী, গৌতম দাস ও আরোও অন্যান্য অনেক নেতৃবৃন্দ।

0 Response to "বিধায়কের উদ্যোগে রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলে বস্ত্র বিতরণী অনুষ্ঠান"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article