নিজস্ব সংবাদদাতা রায়গঞ্জঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কালচারাল ফোরাম প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজা উপলক্ষে আগামী ৭ই অক্টোবর 2018 রবিবার ঠিক সন্ধে ছটায় বকুলতলায় অবস্থিত ইনস্টিটিউট প্রাঙ্গণে শুভ শারদীয়া উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।
এই কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক শ্রী পবিত্র চন্দ মহাশয় জানান যে, প্রতিবছরই আমরা এই শারদীয়ার আগমনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর দিনাজপুরের সমস্ত শিল্পীরা একত্রিত হওয়ার চেষ্টা করি এবং বিশিষ্ট শিল্পীরা দেবী দুর্গার আগমনী ও মহালয়ার গান পরিবেশন করে মিলন মধুর একটি সুস্থ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করে থাকে। তাই এবারও আমরা এই শুভ অনুষ্ঠানের আয়োজন করেছি। পবিত্র বাবু আরো বলেন, বর্তমান সামাজিক ও মানবিক অবক্ষয় ও অস্থিরতার যে অসুস্থ পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে আগামী প্রজন্মের একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ চেতনামূলক মানসিকতা এবং যে কোন অবস্থায় তাদের সহনশীলতার অর্জন করবার জন্য এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান একান্ত প্রয়োজন । তিনি এই সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে রায়গঞ্জবাসীর আপামর জনসাধারনের মঙ্গল কামনা করেছেন।
উল্লেখ্য পবিত্র চন্দ্র মহাশয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তিনি রায়গঞ্জবাসীর শুভাকাঙ্ক্ষী এবং সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন এক উজ্জ্বল রুচিশীল ব্যক্তিত্ব। তাঁর এই উদ্যোগকে রায়গঞ্জবাসী সাধুবাদ জানিয়েছেন।
No comments:
Post a Comment