উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শ্রী শংকর চক্রবর্তী মহাশয়কে করণদিঘি থানার পুলিশ গ্রেফতার

উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শ্রী শংকর চক্রবর্তী মহাশয়কে করণদিঘি থানার পুলিশ গ্রেফতার

Shankar babu

উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শ্রী শংকর চক্রবর্তী মহাশয়কে করণদিঘি থানার পুলিশ গ্রেফতার।
নিজস্ব সংবাদ দাতা : রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শ্রী শংকর চক্রবর্তী মহাশয়কে করণদিঘি থানার পুলিশ গ্রেফতার করার দাবিতে প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে জেলার সমস্ত থানায় অবস্থান বিক্ষোভ, প্রতিবাদ মিছি্‌ল,আন্দোলন করার হুমকি দিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।
বিজেপির জেলা দপ্তর থেকে জানায়,করনদিঘী থানায় তারা ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।
উত্তর দিনাজপুরের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি শ্রী শংকর চক্রবর্তী মহাশয় কে করণদিঘি থানার পুলিশ রাস্তায় গ্রেফতার করে, তিনি তখন ইসলামপুর থেকে রায়গঞ্জ অভিমুখে ফিরছিলেন, পথে আলতাপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। এতে জেলার বিজেপি-এর অন্যান্য নেতৃত্বরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতৃত্ব বলেন, আইনজীবীদের একটি দলকে ইসলামপুরে পাঠানো হয়েছে।

0 Response to "উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শ্রী শংকর চক্রবর্তী মহাশয়কে করণদিঘি থানার পুলিশ গ্রেফতার"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article