আজ রায়গঞ্জের ছোটপড়ুয়া এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে বলেরো ও বাইক সংঘর্ষ - বাইক চালক জখম

আজ রায়গঞ্জের ছোটপড়ুয়া এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে বলেরো ও বাইক সংঘর্ষ - বাইক চালক জখম

A bike accident at Chhota Parua near Mikky Megha Hospital of Raiganj
নিজস্ব সংবাদদাতা : আজ সকাল দশটা চল্লিশ নাগাদ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের উপর রায়গঞ্জের ছোটপড়ুয়া এলাকায় মিক্কিমেঘা হাসপাতালের কাছে এক বাইক চালকের সঙ্গে একটি মোহিন্দ্রা বলেরো গাড়ির সামনাসামনি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। বুলেরো গাড়িটি রায়গঞ্জ অভিমুখে যাওয়ার পথে হঠাৎ করে সামনে চলে আসা এক মোটর সাইকেল আরোহী ঐ বুলেরো গাড়ির সামনে পড়ে যায় এবং ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় এবং বাইক চালক জখম হন।
স্থানীয় জনগণ বলতে শোনা যায়, বুলেরো গাড়ির ড্রাইভার খুব চেষ্টা করে থামানোর যাতে বাইক আরোহীর সঙ্গে ধাক্কা না লাগে। প্রচন্ডভাবে হার্ড ব্রেক করে এবং সঙ্গে সঙ্গে গাড়িটি দাঁড়িয়ে যায়। কিন্তু হঠাৎ করে বাইক আরোহীটি কাছে চলে আসায় ধাক্কা লাগে, মিক্কিমেঘা হাসপাতালের কাছাকাছি আজ সকাল দশটা চল্লিশ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।
পথচলতি মানুষেরাই, স্থানীয় জনগণের সহযোগিতায় সঙ্গে সঙ্গে বাইক চালককে ওই গাড়িটিতেই তুলে দিয়ে রায়গঞ্জ জেলা হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পুলিশে খবর দেয়, তৎক্ষণাৎ পুলিশ সঙ্গে সঙ্গে চলে আসে। পুলিশের নিকট জানা যায়, বাইকের মালিকের নাম ইয়াসিন আলী। গাড়ির নাম্বার WB60P6993 ছেলেটি প্রচন্ডভাবে  জখম হয় এবং অচৈতন্য হয়ে পড়ে। এখন রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
বুলেরো গাড়ির নাম্বার হল WB62G0919. বুলেরো গাড়িটির বিবরণ এসএমএস এর মাধ্যমে জানা যায় গাড়িটি দক্ষিণ দিনাজপুরের এবং মালিকের নাম নউসাদ আলী।
গাড়ির বিবরণ নিচে দেওয়া হল।

  • মোটর সাইকেল গাড়ির বিবরণ এস.এম.এস এর মাধ্যমে জানা যায় তা নিচে দেওয়া হল।WB60P6993 [Uttar Dinajpur RTO,WB]
    Owner:1-YASIN ALI
    Vehicle:CB HORNET 160R(PETROL)
    M-Cycle/Scooter
    RC/FC Expiry:16-Apr-32, Finance:L


  • বুলেরো গাড়িটির বিবরণ এস.এম.এস এর মাধ্যমে জানা যায় তা নিচে দেওয়া হল।
    WB62G0919 [Dakshin Dinajpur RTO,WB]
    Owner:1-NOSAD ALI
    Vehicle:BOLERO PLUS 9STR NAC BSIII(DIESEL) Omni Bus (Private Use)
    RC/FC Expiry:17-Jan-32 Finance:M. AND M. FIN. SER. GMP MV Tax upto:19-Jan-22
    -Courtesy:MoRTH/NIC.

0 Response to "আজ রায়গঞ্জের ছোটপড়ুয়া এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে বলেরো ও বাইক সংঘর্ষ - বাইক চালক জখম"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article