হরিরামপুর মসজিদ মোড় থেকে বালিহারা হয়ে কুরমানপুর পর্যন্ত রাস্তা জীর্ণ, যান চলাচলে অযোগ্য

হরিরামপুর মসজিদ মোড় থেকে বালিহারা হয়ে কুরমানপুর পর্যন্ত রাস্তা জীর্ণ, যান চলাচলে অযোগ্য

Road Wasted Balihara to Banagram of Saidpur GramPanchayet- Unfit for Traffic
স্টাফ রিপোর্টার হরিরামপুরঃ- দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত হরিরামপুর মসজিদ মোড় থেকে গোকর্ণ অঞ্চলের ডাঙ্গাপাড়া, জাঠিগ্রাম ও ৬ নম্বর সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বালিহারা, খয়েরবাড়ী, বনগ্রাম হয়ে কুরমানপুর পর্যন্ত রাস্তার দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। যানচলাচলের ও অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য রায়গঞ্জ বা মালদা নিয়ে যাওয়া খুবই কষ্টকর, সাইকেল আরোহীরাও এই রাস্তা দিয়ে যাবার সময় আছাড় খেয়ে পড়ে। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা একদিকে বালুরঘাট - হরিরামপুর রাজ্য সড়ক ও অপরদিকে ৩৪ নম্বর জাতীয় সড়ক। হরিরামপুর থেকে কুরমানপুর, ইটাহার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী এটিই একমাত্র রাস্তা।
কুরমানপুর, বালিহারা,ও খয়েরবাড়ীর এলাকাবাসী জানায় এই হরিরামপুর মসজিদ মোড় থেকে গোকর্ণ অঞ্চলের জাঠিগ্রাম ও ৬ নম্বর সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বালিহারা, নামতোর, খয়েরবাড়ী, বনগ্রাম ও কুরমানপুর পর্যন্ত রাস্তাটি বহুদিন যাবৎ সরকারি নানা টালবাহানায় অচল হয়ে পরে আছে এবং আমাদের দুটি অঞ্চলের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি জেলা ভাগের শিকার।
উল্লেখ্য, উক্ত দুটি অঞ্চল বর্তমানে হরিরামপুর থানার অন্তর্ভুক্ত হলেও ৬ নম্বর সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের চারটি বুথের ভোট এখনো ইটাহার থানার অন্তর্গত।
স্থানীয় জনগণ আমাদের প্রতিবেদককে বলে, এই রাস্তাটি দুটি অঞ্চলের জনগণের রুজি রোজগারের একমাত্র পথ। প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। বালিহারা গ্রামে রয়েছে সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্যালয়। এখানে একটি হাইস্কুল, প্রাইমারী বিদ্যালয়, পোস্ট অফিস, বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের শাখা, সপ্তাহে দু'দিন হাট বসে। এখানে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে স্বাস্থ্যকেন্দ্রটিতে রুগী থাকবার শয্যাও সরকারিভাবে অনুমোদিত হয়েছিল কিন্তু সঠিক কি কারনে চালু হয়নি তা এখনো এলাকার গ্রামবাসীর কাছে অজ্ঞাত। হরিরামপুর মসজিদ মোড় থেকে বালিহারা বনগ্রাম হয়ে কুরমানপুর পর্যন্ত গোটা রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় আশংকাজনকভাবে এলাকার মানুষজনদের চলাচল করতে হয়। রাস্তার দুধারে ড্রেনের ও অন্যান্য পরিষেবা উপযুক্ত না থাকায় রাস্তার অবস্থা আরোও খারাপ হয়ে গেছে। কোথাও পিজ নেই, এমন কি পাথরও উঠে গিয়ে বড় বড় গর্ত হয়ে গেছে, মাটির রাস্তায় পরিণত হয়েছে। খায়েরবাড়ি বালিহারা হাইস্কুলের শিক্ষকরা বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের ও অন্যান্য যাত্রীদের রাস্তা খারাপ হওয়ায় যাতায়াতের প্রচন্ড অসুবিধা হচ্ছে একটু বৃষ্টি হলেই ছাত্র-ছাত্রীরা আর স্কুলে আসতে পারে না, আর কোন যানবাহনও চলাচল করতে পারে না। বালিহারা বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজার সহ অন্যান্য কর্মচারীরাও ওই একই কথা বলেন।
এলাকাবাসীরা আমাদের প্রতিবেদককে আরও বলেন, আপনাদের মাধ্যমে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, বিধায়ক ও আধিকারিকদের প্রতি আমাদের আবেদন, এলাকার মানুষের চরম দুর্ভোগের হাত থেকে রক্ষার জন্য অতিসত্বর যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয়।

0 Response to "হরিরামপুর মসজিদ মোড় থেকে বালিহারা হয়ে কুরমানপুর পর্যন্ত রাস্তা জীর্ণ, যান চলাচলে অযোগ্য"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article