ছাত্র মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে রিলে অনশন রায়গঞ্জে অব্যাহত - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Saturday, September 29, 2018

ছাত্র মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে রিলে অনশন রায়গঞ্জে অব্যাহত

Relay hunger strike in Raiganj demanding CBI Investigation into student death

নিজস্ব সংবাদ দাতা রায়গঞ্জঃ- ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলা কার্যালয় শাখা ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিতে এবং বিজেপি কর্মী ও নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে গত ২৮শে সেপ্টেম্বর থেকেই রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপি'র জেলা কার্যালয়ের সামনে অনশন মঞ্চ তৈরি করে অনির্দিষ্টকালের জন্য রিলে অনশন শুরু করলো।
উত্তর দিনাজপুরের জেলা বিজেপির নেতৃত্বগন আমাদের প্রতিবেদককে বলেন, আমাদের এই রিলে অনশন চলতে থাকবে অনির্দিষ্টকাল। যতক্ষণ পর্যন্ত না দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের মৃত্যুর ঘটনার সঠিক তথ্য উদঘাটনের জন্য সিবিআই তদন্ত শুরু হচ্ছে এবং আমাদের সমস্ত নেতা, কর্মীদের নিঃশর্ত না ছেড়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর ইসলামপুরের দাঁড়িভিট উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে গায়ের জোরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে স্থানীয় জনগণ ও স্কুলের ছাত্র ছাত্রীরা বাধাদান করে কিন্তু এই বাধাদান কে উপেক্ষা করে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রচুর পুলিশ সহকারে উক্ত শিক্ষককে স্কুলে নিয়ে আসে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করে। এর ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ দেখাতে থাকে, স্কুল চত্বরে পুলিশ ছাত্র সংঘর্ষ বেধে যায়, ছাত্র-ছাত্রীদের উপর লাঠিসোটা নিয়ে পুলিশ আক্রমণ করে কিন্তু মরিয়া ছাত্রছাত্রীরা বাধা দান করতে তৎপর, তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য তাদের আনা গাড়ি এলোমেলোভাবে স্কুলের সামনে জমায়েত ছাত্র ছাত্রীদের উপর ঘোরাতে থাকে এবং সাধারন মানুষেরা দাবি করেন, ঐ সময় পুলিশ নির্মমভাবে ছাত্র-ছাত্রীদের উপর এলোমেলো ভাবে গুলিবর্ষণ করে এবং এই স্কুলের প্রাক্তন দুই ছাত্র তাদের গুলির শিকার হয় ও মৃত্যুবরণ করে।

এই ঘটনায় উত্তর দিনাজপুর তথা সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে ওঠে। সোসাল মিডিয়ায় থেকে শুরু করে বাংলার চতুর্দিক থেকে ধিক্কার হতে থাকে। দেশের বিদ্বজন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রীগণ এই নির্মম ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন।

বিজেপির জেলার কর্মকর্তারা আরও বলেন, উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ২৬শে সেপ্টেম্বর বাংলা বন্ধের দিন উত্তর দিনাজপুর জেলা সহ সারা পশ্চিমবঙ্গে কোন কারন ছাড়াই অনেক নিরীহ সাধারণ মানুষ, বিজেপি কর্মী ও নেতাদের, তৃণমূল সরকারের কিছু অপদার্থ পুলিশ ধরপাকড় করে। ইসলামপুরে আমাদের কর্মীসমর্থকরা বাড়িতে রাত্রি বাস করতে পারছে না। রাজ্যের পুলিশ রাতের ঘুম কেড়ে নিয়েছে। দাড়িভিট এলাকার সমস্ত গ্রামের মা-বোনরা এখনোও চরম আতঙ্কিত।
তাই সারা রাজ্যের সমস্ত সাধারণ মানুষ, কর্মী, সমর্থক ও নেতাদের নিঃশর্তে মুক্তির দাবিতে আমাদের রিলে অনশন চলতে থাকবে এবং এই আন্দোলন আরও জোরদার করা হবে।

No comments:

Post a Comment