ইসলামপুর শহরে আবার দুষ্কৃতীর তান্ডব গুলি, বিধায়ক ও পুলিশকে ঘিরে স্থানীয় জনগণের বিক্ষোভ

ইসলামপুর শহরে আবার দুষ্কৃতীর তান্ডব গুলি, বিধায়ক ও পুলিশকে ঘিরে স্থানীয় জনগণের বিক্ষোভ

DBlive ইসলামপুর : উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে আবার তান্ডব লীলা দেখলো ইসলামপুরের জনগণ।
ইসলামপুরে আজ সকাল থেকেই থমথমে ভাব, উত্তপ্ত, টান টান উত্তেজনা চারদিকে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর শহরের জীবন মোড় এলাকায় দুষ্কৃতীরা দোকান ভাঙচুর, তান্ডব চালায় এবং গুলির আওয়াজও হয়। এই ঘটনা জানাজানি হতেই শহরের মধ্যে সাধারন জনগণের ব্যাপক উত্তেজনা দেখা দেয় ও আতঙ্কগ্রস্থ হয়ে পরেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণ পথে নেমে বিক্ষোভ করতে দেখা যায়।
ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় উত্তেজিত জনগণ বিক্ষোভ দেখায় এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দাবী করে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে তৃণমূল কংগ্রেস এর এক সভা থেকে ফেরার পথে অজ্ঞাত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় তাণ্ডব চালায়। স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে পৌঁছালে তাকেও উত্তেজিত জনগণ বিক্ষোভ দেখায়।

0 Response to "ইসলামপুর শহরে আবার দুষ্কৃতীর তান্ডব গুলি, বিধায়ক ও পুলিশকে ঘিরে স্থানীয় জনগণের বিক্ষোভ"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article