ইসলামপুরে বিজেপির ডাকা বাংলা বন্ধে সরকারি বাসে আগুন ভাঙচুর
DBlive ইসলামপুর: ইসলামপুরে বুধবার সকাল থেকেই বিজেপির কর্মী-সমর্থকেরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকে। বিজেপির ডাকা বাংলা বন্ধকে কেন্দ্র করে পুলিশ ও সমর্থকদের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের কৃষ্ণপল্লী এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। সেখানে সরকারি বাস আগুনে জ্বলতে দেখা যায়।
এই নিয়ে বন্ধ সমর্থক ও পুলিশের মধ্যে বচসা বেধে যায়। ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে গাড়ি ভাঙচুরের ঘটনায় ছুটে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য সেখানে টিয়ার গ্যাস ও রাবার বুলেটও চালায়। ইসলামপুর শহরে তান্ডব লীলা অব্যাহত।
পুলিশকে দেখে সাধারন মানুষেরা ভয়ে দূরে সরে যায়। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ধরপাকড়ের চেষ্টা করলে সমর্থকেরা সেখান থেকে পালিয়ে যায়।
0 Response to "ইসলামপুরে বিজেপির ডাকা বাংলা বন্ধে সরকারি বাসে আগুন ভাঙচুর"
Post a Comment