নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

world's largest healthcare scheme Pradhan Mantri Jan Arogya Yojana- Ayushman Bharat by Dr Tamilisai Soundararajan

DBlive New Delhi তামিলনাড়ু রাজ্যের বিজেপির তামিলনাডুর ইউনিট সভাপতি তামিলসাই সুন্দরারাজন গত সোমবার বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য প্রকল্প চালু করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রভাই মোদীকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন তিনি।
তার স্বামী প্রফেসার ডক্টর পি. সাধুরাজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের প্রধান ও সিনিয়র কনসালটেন্ট তিনিও প্রধানমন্ত্রীকে মনোনীত করেন, বিজেপির প্রধান কার্যালয় থেকে প্রকাশ।

প্রধানমন্ত্রী বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রকল্প প্রধানমন্ত্রী জনস্বাস্থ্য পরিকল্পনা - "আয়ুষ্মান ভারত" কে চালু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। নোবেল শান্তি পুরস্কার 2009 সালের মনোনয়নপত্র শেষ তারিখ 31 জানুয়ারি 2019 মনোনয়ন প্রক্রিয়া প্রতিবছর সেপ্টেম্বরে শুরু হয়। বিশ্ববিদ্যালয় এবং অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যরাও আমাদের প্রধানমন্ত্রীকে মনোনীত করতে পারেন।
মদিও প্রধানমন্ত্রীর যোগ্য পরিকল্পনা এম জে এইচ ‘আয়ুষ্মান ভারত’ থেকে রেখেছিলেন এবং এটিকে দরিদ্রদের সেবা করার জন্য খোলা পরিবর্তনকারী উদ্যোগ বলে অভিহিত করেছেন।
এই প্রকল্পটি বিশ্বের সর্বাধিক সরকারি পৃষ্ঠপোষক স্বাস্থ্য সেবা প্রকল্প। এটি গত 23শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন এই দিন থেকেই এই প্রকল্প সূচনা হয় সূচনা হয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের সরকার প্রতিবছর মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য 5 লক্ষ টাকা খরচ করবে এর ফলে দেশের গরীব ও পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবেন, বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে নিম্নবিত্তদের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে।

Aayushman Bharat-Jan Arogya Yojana (PM-JAY) 2018.

0 Response to "নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article