দক্ষিণ দিনাজপুরে প্রাথমিক শিক্ষক বিক্ষোভ ও ডি.আই কে স্মারকলিপি প্রদান - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Friday, September 28, 2018

দক্ষিণ দিনাজপুরে প্রাথমিক শিক্ষক বিক্ষোভ ও ডি.আই কে স্মারকলিপি প্রদান

A Memorandum to DI of Primary Teachers Protest Dakshin Dinajpur District Primary Teachers Association

DBlive- Balurghat: গত বৃহস্পতিবার বালুরঘাটে জেলা প্রাথমিক সংসদের কার্যালয় দক্ষিণ দিনাজপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার দাস এবং সাধারণ সম্পাদক সুকান্ত মন্ডল, সম্পাদিকা অপর্ণা সেন এবং মহিলা সেলের সভানেত্রী গোলাপি মুর্মু সহ শতাধিক শিক্ষক-শিক্ষিকা জেলা বিদ্যালয় পরিদর্শক তথা ভারপ্রাপ্ত সংসদের চেয়ারম্যানের শ্রী মৃণাল কান্তি রায় সিংহের কাছে ডেপুটেশন দিতে গিয়ে তুমুল বিক্ষভে ফেটে পরেন। শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার দাস বলেন গত পাঁচ বছর ধরে প্রধানশিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে এবং কেন বন্ধ রয়েছে, তার কোন সদুত্তর কর্তৃপক্ষ দিচ্ছেন না এবং গত তিন বছর ধরে দক্ষিণ দিনাজপুর প্রাথমিক স্কুলগুলিতে, এমনকি সংসদের চেয়ারম্যানের পদ‌ও ফাঁকা পড়ে রয়েছে। সংসদের চেয়ারম্যান নিয়োগ না করে ডি. আই. কে দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ কাজ করার কোন ক্ষমতা দেওয়া হয়নি।

প্রাথমিক শিক্ষক সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা শাখা সভাপতি তপন কুমার দাস মহাশয় আমাদের প্রতিবেদককে জানান, বহুদিন ধরেই প্রাথমিক শিক্ষকদের দাবি-দাওয়ার বিষয়ে কোন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না এবং জেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নেই, এ বিষয়ে ডি আই (প্রাথমিক) এর কাছে জানতে চাওয়া হলে, তিনি এ বিষয়ে কিছুই জানাতে পারেননি।
গতকাল বৈকাল ৩ ঘটিকায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৪২ দফা দাবী সহ এক স্মারকলিপি প্রদান কলেন মাননীয় সংসদ সচিব শ্রী মৃণাল কান্তি রায় সিংহ মহাশয় কে।
প্রাথমিক দপ্তরের ডি. আই. শ্রী মৃণাল কান্তি রায় সিংহ মহাশয় শিক্ষকদের দাবিপত্র গ্রহণ করেন এবং শিক্ষকদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে তাদের আশ্বাস দেন।

No comments:

Post a Comment