AMU - এর প্রাক্তন শিক্ষার্থী ডক্টর নাদিম রহমান সাশ্রয়ী COVID -19 টেস্টিং কিট তৈরি করেছে - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Monday, April 20, 2020

AMU - এর প্রাক্তন শিক্ষার্থী ডক্টর নাদিম রহমান সাশ্রয়ী COVID -19 টেস্টিং কিট তৈরি করেছে

AMU - এর প্রাক্তন শিক্ষার্থী ডক্টর নাদিম রহমান সাশ্রয়ী COVID -19 টেস্টিং কিট তৈরি করেছে - নয়াদিল্লি।


নয়াদিল্লি : দেশে প্রথম COVID -19 করোনাভাইরাস (Coronavirus) টেস্টিং কিট তৈরি করলেন ডক্টর নাদিম রহমান, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বায়োকেমিস্ট্রি বিভাগের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (Aligarh Muslim University) এর প্রাক্তন ছাত্র নাদিম রহমান নতুন দিল্লিতে অবস্থিত  নিউ লাইফ কনসালটেন্ট এবং ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেড (New Life Consultant and Distribution Private Limited) এর পরিচালক। তিনি দেশীয় এন্টিবডি ভিত্তিক একটি পরীক্ষামূলক করোনাভাইরাস ( Coronavirus) কিট তৈরি করেছেন যা থেকে সঠিক ফলাফল পেতে 15 মিনিটেরও কম সময় লাগবে।

বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে আরোও বলা হয়েছে 500 টাকা মূল্যের এই নতুন কিট ভারতবর্ষের সাধারণ জনগণের জন্য সত্যিই খুব উপকারে লাগবে, কারণ এর মূল্য মাত্র 500 টাকা।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বক্তব্য অনুসারে মাননীয় ডাক্তার নাদিম রহমানকে দেশব্যাপী লকডাউন চলাকালীন সময়ে নিউ লাইফ কনসালটেন্ট এবং ডিস্ট্রিবিউটর প্রাইভেট লিমিটেড (New Life Consultant and Distribution Private Limited)এর অনুমতি দেওয়া হয়েছিল সরকারিভাবে, সেই মোতাবেক তিনি এই নিউ লাইফ লিমিটেড এর ল্যাবে COVID-19 পরীক্ষার জন্য কিট তৈরি করেছেন যা সঠিক ফলাফল পেতে কেবল মাত্র 15 মিনিট সময় নেয়।
ডাক্তার নাদিম রহমান জোরের সঙ্গে বলেন এবং দাবী করেন, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তৈরি হওয়া টেস্টিং কিটগুলি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (Indian council of medical research) আই-সি-এম-আর (ICMR) দ্বারা অনুমোদিত হয়েছে এবং শিগগিরই নিয়মিত উৎপাদন শুরু হয়ে যাবে বলে তিনি দাবী করেছেন। তাছাড়াও তিনি বলেন যে এন্টিবডি ভিত্তিক কিট, দেশে COVID-19 সনাক্তকরণের  সাথে লড়াই করা প্যাথলজি পরিষেবাগুলির উপর চাপ কমিয়ে দেবে।
উত্তর প্রদেশ সরকার এবং আই সি এম আর কে তার দলের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার রহমানকে।
আলিগড় মুসলিম ইউনিভার্সিটির উপচার্য বলেছেন, আমরা গর্বিত যে, একজন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী দেশের প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও করোনাভাইরাস  সংক্রমণের সংখ্যা  ক্রমান্বয়ে বাড়তে থাকে, সেই সময় প্রয়োজনীয় সাশ্রয়ী পরীক্ষার কিট তৈরি করেছে। "এটি গভীর আনন্দের ও গর্বের একটি বড় কারণ" - বলেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির উপাচার্য।
অধ্যাপক তারিক মনসুর বলেন, COVID -19 প্রতিরোধে ভারতের লড়াইয়ে অমূল্য অবদানের জন্য ডাক্তার নাদিম রহমানকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।
AMU Dr Nadeem Rahman has developed the Coronavirus COVID -19 Testing Kit
সুত্র : NDTV

No comments:

Post a Comment