পশ্চিমবঙ্গের সরকারী / বেসরকারী সমস্ত স্কুল-কলেজ বন্ধ - বোর্ডের পরীক্ষা চালু থাকবে - মুখ্যমন্ত্রী।
নিজস্ব সংবাদদাতা - কলকাতা: সারা পশ্চিমবঙ্গের স্কুল কলেজ বন্ধ থাকবে, কিন্তু বোর্ডের সমস্ত পরীক্ষা চালু থাকবে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আগামী সোমবার ১৬ই মার্চ থেকে 31 শে মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার এবং সেই সঙ্গে স্কুলের নিজস্ব পরীক্ষা গুলো বন্ধ থাকবে। একমাত্র পশ্চিমবঙ্গের বোর্ডের সমস্ত পরীক্ষা তাঁর সূচিপত্র অনুযায়ী চলতে থাকবে।
তিনি আরোও বলেন, এটা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য সতর্কতামূলক পদক্ষেপ। 30শে মার্চের পরে পরবর্তী পদক্ষেপ বা সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা যথারীতি চলতে থাকবে। উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার সঙ্গে যে সমস্ত শিক্ষক/শিক্ষিকা যুক্ত, তাদের পরীক্ষা সংক্রান্ত সব কাজই করতে হবে এবং যার যে স্কুলে গার্ড পড়েছে তাকে সেখানেই উপস্থিত হতে হয়ে কাজ করে যেতে হবে।
তাছাড়াও সংসদ সূত্রে জানা যায়, সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণী, আইসিএসই এবং আইএসসি পরীক্ষা চলবে তাদের নির্দিষ্ট পরীক্ষার সূচি অনুযায়ী।
স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য্য বলেছেন, মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট এই নির্দেশের আওতায় থাকবে না, এগুলো যথারীতি যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে। সেইসঙ্গে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপচার্য রাজেন্দ্রনাথ পান্ডে বলেছেন এম ডি, এম এস পরীক্ষা যথারীতি নির্দিষ্ট সূচি অনুযায়ী চলতে থাকবে।
আরোও জানা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সব কাজ বন্ধ থাকবে বলে জানা গেছে, তবে প্রশাসনিক ও অতি জরুরী সংক্রান্ত সমস্ত কাজ চলতে থাকবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 31শে মার্চ পর্যন্ত সমস্ত পঠন-পাঠন ও সেমিনার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং সমস্ত হোস্টেল বন্ধ থাকবে।
গতকাল উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা সেই সঙ্গে সিবিএসই দশম এবং দ্বাদশ ও আই সি এস ই, আইএসসি-এর বার্ষিক পরীক্ষা চালু থাকবে বলে মুখ্যমন্ত্রী প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। নিচে প্রেস বিজ্ঞপ্তির ছবি দেওয়া হল।
Press release from honorable Chief Minister West Bengal.
In view of the evolving situation on the spread of Novel Corona virus (COVID-19) the adversaries issue by WHO, UN and Central Government and as a matter of abundant precaution to check its speed in the state of West Bengal. It has been decided that all Government, Government aided, Private Educational Institutions- Schools, Colleges, Universities, Madrassas, SSK, MSK will remain closed from 16 March 2020 to 31 March 2020 in public interest. The internal examinations of these institutions will also remain suspended during the duration. However the Board examination would be held as per schedule.
No 85-SSC/20
Date 14. 03.2020
No comments:
Post a Comment