দিল্লীর দাঙ্গায় জখম বাংলার পরিযায়ী শ্রমিক আজিজ শেখ - কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত চিকিৎসা করালেন।
আজিজ শেখ গুরুতর জখম হন দিল্লীর দাঙ্গায়।
নিজস্ব সংবাদদাতা রায়গঞ্জ : দিল্লির দরিয়াগঞ্জ এলাকায় দাঙ্গার কবলে পরে, ইটাহার থানার সুরুনের বাসিন্দা মোহাম্মদ আজিজ শেখ গুরুতর জখম হন এবং দিল্লিতে প্রাথমিক চিকিৎসার পর সেখানে তারা বলেন, অনেক পরীক্ষা করতে হবে, আরো উন্নত চিকিৎসা করতে হবে এবং ভর্তি হতে হবে। কিন্তু আজিজ শেখ সেখানে একা এবং পর্যাপ্ত অর্থের ব্যবস্থা না থাকায় ও সঠিক চিকিৎসা না পেয়ে, কোনমতে বাড়ি ফিরে আসেন।তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যান এবং ভর্তি হন, কিন্তু মেডিকেল কলেজে পর্যাপ্ত চিকিৎসার পরিকাঠামো না থাকায় তারা চিন্তিত হয়ে পড়েন।
তারপরে তারা রায়গঞ্জের বিধায়ক বিধায়ক মোহিত সেনগুপ্তের কাছে আসেন এবং বলেন আমরা গরীব মানুষ, আমাদের চিকিৎসা করার জন্য সেরকম টাকা-পয়সা নাই, যে করে হোক আমাদের চিকিৎসা করার ব্যবস্থা করে দিন।
মাননীয় বিধায়ক মোহিত সেনগুপ্ত দ্রুততার সঙ্গে তার চিকিৎসার জন্য কলকাতায় যোগাযোগ করেন টেলিফোনে এবং তার সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাকে কলকাতার শেঠ সুখলাল কর্ণানী মেমোরিয়াল স্মৃতি হাসপাতাল (SSKM Hospital, Kolkata ) পাঠিয়ে দেন।
দিল্লীতে দাঙ্গার হিংসার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক মোহাম্মদ আজিজ শেখ রায়গঞ্জের বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্তের সহায়তায় দ্রুততার সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করার ফলে আজ সে সুস্থ এবং ভালো আছেন।
আমাদের প্রতিনিধিকে আজিজ শেখ আজ বলেন, প্রথমে তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যান এবং ভর্তি হন, কিন্তু মেডিকেল কলেজে পর্যাপ্ত চিকিৎসার পরিকাঠামো না থাকায় তারা চিন্তিত হয়ে পড়েন। তখন তার ভাগনা মাননীয় বিধায়ক মোহিত সেনগুপ্তের নিকট আসেন এবং আজিজ শেখের দিল্লীতে দাঙ্গায় গুরুতর জখম হওয়ার সমস্ত ঘটনার বিবরণ দেন।
মাননীয় বিধায়ক মোহিত সেনগুপ্ত দ্রুততার সঙ্গে তার চিকিৎসার জন্য কলকাতায় যোগাযোগ করেন টেলিফোনে এবং তার সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাকে কলকাতার SSKM হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে আজিজ শেখ চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন এবং আমাদের প্রতিনিধিকে বলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত আমাকে সাহায্য না করলে আজ আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারতাম না। তিনি দ্রুততার সঙ্গে আমার চিকিৎসার ব্যবস্থা করাতে আজ আমি সুস্থ। তার মত মানুষ হয় না। কারণ আমরা সাধারন মানুষ পরিবারের অভাব মোচনের জন্য দিল্লিতে কাজ করতে গিয়ে দাঙ্গার কবলে পড়ে মাথার একটি অংশ খুবলে গিয়েছিল এবং সেখানে চিকিৎসা ব্যবস্থা না পেয়ে আমি বাড়ি চলে আসি।
তাই আজ আমরা সপরিবারে আমাদের ভগবানের মতো মোহিত সেনগুপ্তের সঙ্গে দেখা করতে এসেছি।
এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিধায়ক মোহিত সেনগুপ্তের সঙ্গে দেখা করলে তিনি বলেন, আমার কাছে সুরুন এলাকার এক ব্যক্তি জখম আজিজ শেখকে নিয়ে আসেন এবং তাকে দেখে আমি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা করেছিলাম। আজ ভালো লাগলো যে সে সুস্থ হয়ে, আমার সঙ্গে দেখা করতে এসেছে।
Bengal Worker Aziz Sheikh serious injuries of Delhi violence - Congress MLA Treatment.
No comments:
Post a Comment