রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর প্রচার শুরু - দীপা দাশমুন্সি
Wednesday, March 20, 2019
Comment
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির প্রচার শুরু।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী শ্রীমতী দীপা দাশমুন্সি মহাশয়া আজ নির্বাচনী প্রচার শুরু করলেন।
#উত্তর_দিনাজপুর #রায়গঞ্জ_লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি আজ বাগডোগরা হয়ে রায়গঞ্জ অভিমুখে আসার পথে ইসলামপুরে কর্মীসভা করে প্রথম নির্বাচনী প্রচার শুরু করলেন।আজ ইসলামপুরে বিভিন্ন দলের প্রচুর কর্মী ও নেতৃস্থানীয় ব্যক্তি কংগ্রেসে যোগদান করলেন। তারপর তিনি গোয়ালপোখর, কানকি, ডালখোলা, দোমহনা কর্মীসভা করে হেমতাবাদে পৌঁছান। প্রতিটি কর্মীসভায় প্রচুর কর্মী ও সমর্থকদের ভিড় উপচে পড়ে এবং স্লোগান দিতে থাকেন। এদিকে মাননিয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী দীপা দাশমুন্সি মহাশয়া রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী হিসাবে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের খবর জানাজানি হতেই উত্তর দিনাজপুরের সমস্ত কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকগণ দীপা দাশমুন্সির আসার অপেক্ষায় ছিলেন।
কংগ্রেস কর্মী ও সমর্থকগন রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসাবে অনুমোদন পেয়ে গেছেন, এই খবর পাওয়ার পর থেকে মনে হচ্ছে তাঁদের মধ্যে আবার প্রাণ ফিরে এসেছে, নির্বাচনী প্রচার অভিযান কখন শুরু হবে এই অপেক্ষায় তারা প্রতিটি কেন্দ্রে ভিড় জমাতে থাকেন। #উত্তর_দিনাজপুর_জেলা_কংগ্রেস নেতৃত্ব, কর্মীদের আজকে প্রতিটি কেন্দ্রে এত ভিড় ছিল চোখে পড়ার মতো এবং উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সম্পাদক মাননীয় শ্রী পবিত্র চন্দ মহাশয় বলেন মাননীয়া দীপা দাশমুন্সির নির্বাচনী প্রচারে জাতীয় কংগ্রেস সম্পাদক মাননীয়া শ্রীমতি #প্রিয়াঙ্কা_গান্ধী উত্তর দিনাজপুরে আসবেন বলে জানান।
প্রচারে #উত্তর_দিনাজপুর_জেলা_কংগ্রেস_কমিটি

0 Response to "রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর প্রচার শুরু - দীপা দাশমুন্সি"
Post a Comment