রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি - Dinajpur Barta

Latest

Dinajpur Barta, politics, science, travel, health, food, entertainment, sports, bangla news, lifestyle, career national and international news in bengali

Sunday, March 17, 2019

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি

Deepa Dasmunsi stands as Congress candidate from Raiganj Lok Sabha constituency of north Dinajpur district.

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি দাঁড়াচ্ছেন। কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের সারা পাওয়ায় উত্তর দিনাজপুরবাসি উত্তর দিনাজপুরের জেলা কংগ্রেস নেতৃত্ব ও সাধারন কর্মীগণ উল্লসিত। আগামীকাল থেকেই উত্তর দিনাজপুরের চারিদিকে দীপা দাশমুন্সির প্রচার অভিযান শুরু হয়ে যাবে এবং এই প্রচার-অভিযানে প্রিয়াঙ্কা গান্ধী আসবেন জানা গেছে।
সিপিএম জোট প্রার্থী ঘোষণা হওয়ার আগেই তারা তাদের প্রার্থীর নাম ও নির্বাচনী প্রচার উত্তর দিনাজপুরের প্রতিটি প্রান্তে শুরু করে দেয় উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা না করেই এবং কংগ্রেসকে বাজে মন্তব্য করায় (এঁড়ে বলায়) উত্তর দিনাজপুর কংগ্রেস নেতৃত্ব যারপরনাই ক্ষুব্দ এবং এখনো পর্যন্ত জোটের হয়ে কোন প্রচার ও আলোচনা দেখা যায়নি।
এদিকে দীপা দাশমুন্সি ছাড়া উত্তর দিনাজপুর নেতৃত্ব সিপিএমের প্রার্থীকে মেনে নিতে নারাজ, কারণ বিগত লোকসভা নির্বাচনে চতুর্মুখী লড়াইয়ে মুখোমুখি হয়ে সামান্য ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী হেরে যান।কিন্তু এইবার একটু আলাদা সমীকরণ যেহেতু একই প্রিয় দাশমুন্সির গড়, ঘর সেইহেতু প্রিয় দাশমুন্সির প্রতি মানুষের একটা আলাদা অনুভুতি রয়েছে। তার প্রতি ভালবাসা দিনাজপুরের প্রতিটি মানুষের মনের মধ্যে গেঁথে আছে এবং সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে এবারের ভোটের চিত্রটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তাই উত্তর দিনাজপুর কংগ্রেস নেতৃত্ব এটা কিছুতেই মেনে নিতে পারেন নি এবং জেলা কংগ্রেস সভাপতি শ্রী মোহিত সেনগুপ্ত বলেন সিপিএম নেতৃত্ব যদি না মেনে নেয় এবং তাদের অবস্থানে যদি অনড় থাকে, তাহলে দীপা দাশমুন্সিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়া হবে প্রদেশ কংগ্রেসের অনুমতি নিয়ে।
বিশ্বস্ত সূত্রে জানা যায় উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার কংগ্রেস নেতৃত্ব নিজেদের দাবিতে অনড় থাকায় এবং প্রদেশ কংগ্রেসের দাবিতে, কেন্দ্রীয় কংগ্রেস কমিটি পশ্চিমবঙ্গে একক ভাবে লড়ার সিদ্ধান্ত নেন এবং মেনে নেন।

No comments:

Post a Comment