রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি - ঘোষণার অপেক্ষা

রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি - ঘোষণার অপেক্ষা

Congress candidate in Raiganj Deepa Dasmunsi - waiting for announcement.

নিজস্ব সংবাদদাতা: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চতুর্মুখী প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে যে তাল মাতাল পরিস্থিতি তৈরি হয়েছে রায়গঞ্জ কেন্দ্রকে ঘিরে, তাতে জোট সম্ভাবনা ভেস্তে যাওয়ার পথে কারণ,
সিপিএম জোট প্রার্থী ঘোষণা হওয়ার আগেই তারা তাদের প্রার্থীর নাম ও নির্বাচনী প্রচার উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্তে শুরু করে দেয় উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা না করেই এবং কংগ্রেসকে বাজে মন্তব্য করায় (এঁড়ে বলায়) উত্তর দিনাজপুর কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরের কর্মীগণ যারপরনাই ক্ষুব্দ এবং এখনো পর্যন্ত জোটের হয়ে কোন প্রচার ও আলোচনা দেখা যায়নি।
এদিকে দীপা দাশমুন্সি ছাড়া উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নেতৃত্ব সিপিএমের প্রার্থীকে মেনে নিতে নারাজ, কারণ বিগত লোকসভা নির্বাচনে চতুর্মুখী লড়াইয়ে মুখোমুখি হয়ে সামান্য ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী হেরে যান। কিন্তু এইবার একটু আলাদা সমীকরণ যেহেতু এই প্রিয়রঞ্জন দাশমুন্সির গড়, ঘর সেইহেতু প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রতি মানুষের একটা আলাদা অনুভুতি ও আবেগ রয়েছে। তার প্রতি ভালবাসা দিনাজপুরের প্রতিটি মানুষের মনের মধ্যে এখনো গেঁথে আছে এবং সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে এবারের ভোটের চিত্রটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাই রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে, উত্তর দিনাজপুর কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরের কংগ্রেস কর্মীগণ এটা কিছুতেই মেনে নিতে পারছেন না।
সিপিএম নেতৃত্ব যদি না মেনে নেয় এবং তাদের অবস্থানে যদি অনড় থাকে, তাহলে দীপা দাশমুন্সি কে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নেতৃত্ব অতিসত্বর ঘোষণা করে দেবে। আমাদের প্রতিবেদক উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সম্পাদক শ্রী পবিত্র চন্দ্র মহাশয় সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এ ব্যাপারে যা বলার জেলা সভাপতি বলবেন।

0 Response to "রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি - ঘোষণার অপেক্ষা"

Post a Comment

Adv. Above Article

Adv. Above Article 1

Adv. Above Article 2

Adv Below Article